eaibanglai
Homeএই বাংলায়পরীক্ষার্থীদের গোলাপ ও পেন দিয়ে শুভেচ্ছা জানাল পুলিশ

পরীক্ষার্থীদের গোলাপ ও পেন দিয়ে শুভেচ্ছা জানাল পুলিশ

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- সোমবার থেকে রাজ্যজুড়ে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। চলবে ১৮ মার্চ পর্যন্ত। এদিন সকাল ৯টার মধ্যে ছাত্র ছাত্রীরা পরীক্ষা কেন্দ্র গুলিতে পৌঁছাতে শুরু করে। জেলা শিক্ষা দফতরের তরফে জানানো হয়েছে সুষ্ঠুভাবে পরীক্ষার জন্য সব রকমের ব্যবস্থা নেওয়া হয়েছে। এছড়া এবার নকল রুখতে কড়া ব্যবস্থা নিয়েছে সংসদ। কড়া নিরাপত্তার মোড়কে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। প্রতিটি পরীক্ষাকেন্দ্রে মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষার্থীদের পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি পরীক্ষাকেন্দ্রগুলিতে সিসিটিভির ব্যবস্থাও করা হয়েছে। পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন বা অন্য কোনও বৈদ্যুতিন যন্ত্র নিয়ে যাওয়া নিষিদ্ধ করা হয়েছে। পরীক্ষার সময় পরা যাবে না স্মার্ট ওয়াচও। পরীক্ষাকেন্দ্রে কোনও পরীক্ষার্থীর কাছ থেকে বৈদ্যুতিন যন্ত্র ধরা পড়লে এ বছরের মতো তার পরীক্ষা সম্পূর্ণ বাতিল হয়ে যাবে বলে জানিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।

সারা রাজ্যের পাশাপাশি দুর্গাপুর মহকুমার সমস্ত কেন্দ্রে সুষ্ঠু ভাবে সম্পন্ন হয় উচ্চ মাধ্যমিকের প্রথম দিনের পরীক্ষা। উচ্চ মাধ্যমিক পরীক্ষা উপলক্ষ্যে এদিন কড়া নজরদারির ব্যবস্থা করেছিল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ। পাশাপাশি এদিন পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে গোলাপ ফুল ও পেন দিয়ে পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানানো হয়। পুলিশের এই ব্যবহারে স্বাভাবিক ভাবেই খুশি হন পরীক্ষার্থী ও অভিভাবকেরা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments