সঙ্গীতা চৌধুরীঃ- ক। মেষ রাশি- এই রাশি জাতক জাতিকাদের মধ্যে যারা ব্যবসাদার তাদের জন্য এই দিনটি ভালো। ছাত্র-ছাত্রীদের জন্য বলব পড়াশোনায় মনোযোগ দেওয়ার জন্য। যারা অবিবাহিত তাদের বিবাহের সম্বন্ধ আসতে পারে।
খ। বৃষ রাশি- শরীর বিষয়ে সতর্ক থাকুন, আপনার কোন অসাবধানতার ফলে আপনি অসুস্থ হয়ে যেতে পারেন। দাম্পত্য জীবন নিয়ে চিন্তার কোন কারণ নেই তবে মানসিক শান্তি বিঘ্নিত হয় এমন কোন কাজ করবেন না।
গ। মিথুন রাশি – আজ আপনার বাড়িতে অতিথি আসতে পারেন। যারা ব্যবসাদার তাদের জন্য দিনটি ভালো। ছাত্র-ছাত্রীদের জন্য দিনটি ভালো যাবে। তবে অতীত প্রেমের স্মৃতি আজ আপনার মনকে যন্ত্রণা কাতর করে তুলতে পারে।
ঘ। কর্কট রাশি- এই রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা মহিলা রয়েছেন তাদের বলব অযথা কোন তর্কের মধ্যে জড়াবেন না। পুরুষদের জন্য চাকরির সম্ভাবনা রয়েছে। যারা দীর্ঘদিন ধরে মা হওয়ার চেষ্টা করছেন তাদের জন্য আজকের দিনটি বেশ ভালো।
ঙ।সিংহ রাশি- আজকের দিনটি প্রেমিক-প্রেমিকাদের জন্য বেশ ভালো। নতুন কোন মানুষের সঙ্গে পরিচয় হতে পারে আজ। তবে রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করবেন।
চ। কন্যা রাশি- লাভ-ক্ষতি বিষয়ক কোন শেয়ার মার্কেটে আজ টাকা লাগাবেন না। দিনটি আপনার জন্য আজকে মোটামুটি যাবে তাই বুদ্ধি বিবেচনা কাজে লাগিয়ে চলার চেষ্টা করুন। অফিসে সহকর্মীদের অযথা চটিয়ে দেবেন না।
ছ। তুলা রাশি- এই রাশি জাতক-জাতিকাদের জন্য আজকে বিশেষ একটি সুখবর আসতে চলেছে। এই রাশি জাতক জাতিকাদের মধ্যে যারা কাঠের ব্যবসা করেন তাদের জন্য আজকের দিনটি ভালো যাবে না। অবিবাহিতদের বিবাহের যোগ রয়েছে।
জ। বৃশ্চিক রাশি- আজ প্রেমের ক্ষেত্রে এই রাশির জাতক জাতিকাদের পথ প্রশস্ত। মনের মানুষ থেকে থাকলে আজকের দিনেই তাকে মনের কথা বলে দিন। চাকরির ক্ষেত্রে আজকে দ্বিতীয় সম্ভাবনার পথ খুলে যাবে।
ঝ। ধনু রাশি- আজকের দিনে কাউকে ঋণ বা ধার দেবেন না। বাড়িতে বয়স্ক কোনো মানুষ থাকলে তার সাথে ঝামেলায় জড়াবেন না। নিজের মানসিক স্বাস্থ্যের দিকে নজর দিন।
ঞ। মকর রাশি- এই রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা ডাক্তার, ইঞ্জিনিয়ার ইত্যাদি নিয়ে পড়াশোনা করছেন তারা কোন একটি ক্ষেত্রে সফলতা লাভ করবেন। তবে আজ বয়স্ক কোনও ব্যক্তির মৃত্যু সংবাদ আসতে পারে। জীবনসঙ্গীর সাথেও ঝগড়া হওয়ার সম্ভাবনা রয়েছে।
ট। কুম্ভ রাশি- আজকের দিনটি আপনার জন্য বেশ ভালো কাটবে। দীর্ঘদিন ধরে যদি কোন স্বাস্থ্য সংক্রান্ত সমস্যায় ভুগে থাকেন তবে তা থেকে আজ নিষ্কৃতি পাবেন। শরীর ভালো যাবে আজ এছাড়া শেয়ার মার্কেটে টাকা লাগানোর জন্য আজকের দিনটি আপনার জন্য ভালো হতে পারে তবে বুদ্ধি বিবেচনা বজায় রেখে কাজ করুন।
ঠ। মীন রাশি- এই রাশি জাতক জাতি তাদের মধ্যে যারা মৃৎশিল্পী রয়েছেন তাদের মনের মধ্যে তৈরি হওয়া অযথা আতঙ্কের থেকে আজকে তারা মুক্তি পাবেন। যে সকল ছাত্র-ছাত্রীরা পড়াশুনা নিয়ে বিশেষ সমস্যার মধ্যে রয়েছেন তাদের জন্য আজকের দিনটি শুভ। এই রাশির জাতক জাতিকাদের ভ্রমণের যোগ রয়েছে।





