eaibanglai
Homeএই বাংলায়অন্ডালে ধসের কবলে স্কুল, বাড়ি, গাড়ি

অন্ডালে ধসের কবলে স্কুল, বাড়ি, গাড়ি

নিজস্ব সংবাদদাতা,অন্ডালঃ- পশ্চিম বর্ধমান জেলার অন্ডাল থানা এলাকায় ধসের আতঙ্ক। মঙ্গলবার সন্ধ্যায় এলাকার খাস কাজোড়ার আজিরবাগান এবং পিটি কাজোড়া কালি মন্দির এলাকায় ধসের কবলে পড়ে একটি বেসরকারি প্রাথমিক স্কুল । ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় স্কুলটি। স্কুলের একটি অংশ মাটির নিচে বসে যায়। অন্য একটি অংশের কাঠামো ভেঙে পড়ে। রাতে ফের স্কুলের পাশে থাকা মাটির একটি বাড়ি মাটিতে বসে যায়। সেই বাড়িতে থাকা সমস্ত আসবাব পত্রের পাশাপাশি বাইক গাড়ি সবই চোখের সামনে আস্তে আস্তে মাটির নীচে তলিয়ে যেতে থাকে। ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে।

ধসের খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছন ইসিএলের আধিকারিকরা ও অন্ডাল থানার পুলিশ। এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিৎ করতে ঘটনাস্থলটি ঘিরে দেওয়া হয় ও সাধারণের প্রবেশ নিষিদ্ধ করা হয়।

ঘটনার জন্য ইসিএল কর্তৃপক্ষকে দায়ী করে ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয়রা। তাদের বক্তব্য, কোলিয়ারির নিচে ঠিকমত বালি দিয়ে ভরাট না করার কারণেই এই ধস। স্থানীয় তৃণমূল নেতৃত্বেও, ইসিএলের গাফিলতির জেরেই খনি এলাকায় ধসের ঘটনা ঘটছে বলে দাবি করেছে।

অন্যদিকে বুধবার সকাল থেকে ধস কবলিত এলাকায় বালি ভরাটের কাজ শুরু করেছে ইসিএল কর্তৃপক্ষ। এদিন ইসিএলের এক আধিকারিক জানান, ধস কবলিত জায়গাটি সুরিক্ষ করার ব্যবস্থা করা হচ্ছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments