eaibanglai
Homeদক্ষিণ বাংলানিয়ম মেনেনেই শুরু হল বিষ্ণুপুর রাজবাড়ির পট পুজো

নিয়ম মেনেনেই শুরু হল বিষ্ণুপুর রাজবাড়ির পট পুজো

নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়াঃ প্রতি বছরের ন্যায় এবছরও বিষ্ণপুর মল্লরাজবাড়িতে দুর্গা পুজো শুরু হয় ১৫ দিন আগে । নিয়ম মেনেই হয় দেবী বড় ঠাকুরন , মেজ ঠাকুরন , ছোট ঠাকুরনের পুজো । প্রাচীন রীতি নিতি মেনেই এই পট গুলি তৈরী করেন বিষ্ণপুরের শাখারী বাজার মনসাতলার ফৌজদার পরিবারের শিল্পীরা । কথিত আছে বিষ্ণপুরের বিখ্যাত দশাবতার তাস তৈরী করেন এরাই । পরোহিত নিজে পৌছে দিয়ে যান পটের কাপড় রাজবাড়ি থেকে ফৌজদার বাড়িতে । এর পরেই শুরু হয় নিষ্ঠা নিয়ে সেই কাপড়ের উপর রঙ তুলির টান । পরিবারের অন্যতম সদস্য তথা শিল্পী সুবল ফৌজদার জানান , আমরা এই পট আকতে কোন রকম কৃত্রিম রঙ ব্যবহার করি না , সমস্ত টাই ভেসজ রঙ ব্যবহার করি । শুধুমাত্র বিষ্ণপুরের নয় শহরের আশেপাশের বেশকিছু বনেদি পরিবারের পুজোর পটও তারা আকেন । প্রাচীন ঐতিহ্যকে টিকিয়ে রাখতেই বর্তমানে বড়দের সাথে ছোটরাও হাত মিলিয়েছে এই পটচিত্র তৈরীর কাজে ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments