নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়াঃ প্রতি বছরের ন্যায় এবছরও বিষ্ণপুর মল্লরাজবাড়িতে দুর্গা পুজো শুরু হয় ১৫ দিন আগে । নিয়ম মেনেই হয় দেবী বড় ঠাকুরন , মেজ ঠাকুরন , ছোট ঠাকুরনের পুজো । প্রাচীন রীতি নিতি মেনেই এই পট গুলি তৈরী করেন বিষ্ণপুরের শাখারী বাজার মনসাতলার ফৌজদার পরিবারের শিল্পীরা । কথিত আছে বিষ্ণপুরের বিখ্যাত দশাবতার তাস তৈরী করেন এরাই । পরোহিত নিজে পৌছে দিয়ে যান পটের কাপড় রাজবাড়ি থেকে ফৌজদার বাড়িতে । এর পরেই শুরু হয় নিষ্ঠা নিয়ে সেই কাপড়ের উপর রঙ তুলির টান । পরিবারের অন্যতম সদস্য তথা শিল্পী সুবল ফৌজদার জানান , আমরা এই পট আকতে কোন রকম কৃত্রিম রঙ ব্যবহার করি না , সমস্ত টাই ভেসজ রঙ ব্যবহার করি । শুধুমাত্র বিষ্ণপুরের নয় শহরের আশেপাশের বেশকিছু বনেদি পরিবারের পুজোর পটও তারা আকেন । প্রাচীন ঐতিহ্যকে টিকিয়ে রাখতেই বর্তমানে বড়দের সাথে ছোটরাও হাত মিলিয়েছে এই পটচিত্র তৈরীর কাজে ।