eaibanglai
Homeএই বাংলায়ইস্কো কারখানায় সিআইএসএফ ও এনডিআরএফের যৌথ মক ড্রিল

ইস্কো কারখানায় সিআইএসএফ ও এনডিআরএফের যৌথ মক ড্রিল

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- ইস্কো কারখানায় ( ইস্কো স্টিল প্ল্যান্ট) মঙ্গলবার সন্ধ্যায় কেন্দ্রীয় শিল্প সুরক্ষা বাহিনী (সিআইএসএফ) ও জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী (এনডিআরএফ,দ্বিতীয় ব্যাটালিয়ন হরিণঘাটা) এর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হল মক ড্রিল।

মক ড্রিলের মাধ্যমে স্ট্রেচার লেসিং এবং ফ্লাইং ফক্সের সাহায্যে দড়ি উদ্ধার পদ্ধতি ব্যবহার করে উচ্চতায় আটকে পড়া শ্রমিকদের নিরাপদে সরিয়ে নেওয়ার একটি প্রদর্শনী করা হয়। এছাড়া স্টিল প্ল্যান্টের স্টিল মেল্টিং শপ (এসএমএস ), এলএইচএফ- ২ এর কার্বন মনোক্সাইড পাইপলাইনে বিস্ফোরণ, আগুনের কারণে আটকে পড়া শ্রমিকদের নিরাপদে সরিয়ে নেওয়া এবং অগ্নি দুর্ঘটনা নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে কীভাবে পরিস্থিতি স্বাভাবিকে আনতে হয় সেটি প্রদর্শনীর মাধ্যমে তুলে ধরা হয়।

এদিন সিআইএসএফ, অগ্নিনির্বাপণ বাহিনীর সদস্য, স্থানীয় পুলিশ, হাসপাতালের কর্মী, আইএসপি নিরাপত্তা বিভাগ, স্টিল মেল্টিং শপ, অন্যান্য বিভাগ এবং এনডিআরএফের সদস্য মিলিয়ে মোট ১৫৭ জন এই যৌথ মক ড্রিলে অংশগ্রহণ করেন।

আইএসপি বার্নপুরের সিআইএসএফ ইউনিটের ঊর্ধ্বতন আধিকারিকদের তত্ত্বাবধানে এই যৌথ মাল্টি-এজেন্সি মক ড্রিলটি সফল ও মসৃণভাবে পরিচালিত ও অনুষ্ঠিত হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments