eaibanglai
Homeএই বাংলায়রাস্তায় নেমেছে আবর্জনা, দূষণের অভিযোগ

রাস্তায় নেমেছে আবর্জনা, দূষণের অভিযোগ

জ্যোতি প্রকাশ মুখার্জ্জী, গুসকরা, পূর্ব বর্ধমান -: সকালে সূর্যের আলো ফুটতে না ফুটতেই শহরকে পরিচ্ছন্ন রাখতে গুসকরা পুরসভার সাফাই কর্মীরা নেমে পড়ছে রাস্তায়। ওদিকে অন্য আর একদল বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করছে গৃহস্থালির পচনশীল ও অপচনশীল বর্জ্য পদার্থ। সবার লক্ষ্য একটাই প্রিয় শহরকে পরিচ্ছন্ন ও দূষণ মুক্ত রাখা।

বিপত্তি ঘটছে তারপরই। বাড়ি বাড়ি থেকে সংগৃহীত বর্জ্য পদার্থের একটা অংশ ফেলা হচ্ছে ব্যস্ত স্কুলমোড়-স্টেশন রোডের ধারে শিরিষতলা সংলগ্ন ডাম্পিং গ্রাউণ্ডে। সেখান থেকেই বর্জ্য পদার্থগুলো নেমে এসেছে ব্যস্ত রাস্তায়। ফলে চরম চরম সমস্যায় পড়ছে পথচারী ও স্থানীয় বাসিন্দারা। দুর্গন্ধ জনিত কারণে নাকে রুমাল চাপা দিয়ে যাতায়াত করতে হচ্ছে। স্থানীয়দের দাবি নিয়মিত বর্জ্য পদার্থগুলো না তোলার জন্য মাঝে মাঝেই এই ঘটনা ঘটে থাকে।

প্রসঙ্গত এটি গুসকরা শহরের সবচেয়ে ব্যস্ততম রাস্তা। কাছেই গুসকরা বাসস্ট্যান্ড। এই রাস্তা ধরে প্রতিদিন অসংখ্য যানবাহন চলাচল করে।

গুসকরা পুরসভার চেয়ারম্যান কুশল মুখার্জ্জী বললেন, এটা কখনোই কাম্য নয়। এখনই সংশ্লিষ্ট দপ্তরকে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দিচ্ছি। ভবিষ্যতে যাতে এধরনের পরিস্থিতির সৃষ্টি নাহয় তারজন্য তাদের সতর্ক থাকতে বলছি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments