নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- স্কুলের সেশন ফি বৃদ্ধি থেকে বই খাতা সমস্ত কিছুর আচমকা অতিরিক্ত মূল্য বৃদ্ধি করার প্রতিবাদে বৃহস্পতিবার দুর্গাপুরের বিধাননগরের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের সামনে বিক্ষোভে ফেটে পড়লেন অভিভাবকেরা।
অভিযোগ আগে থেকে কোনো কিছু না জানিয়েই হঠাৎ করে এই বছরের সেশন ফি অস্বাভাবিক বৃদ্ধি করেছে স্কুল কর্তৃপক্ষ। এমনকি আগে থেকে নোটিশও দেওয়া হয়নি। স্কুল ছুটি পড়ে যাওয়ার পর হঠাৎ করেই গতকাল ফি সংক্রান্ত ম্যাসেজ পাঠানো হয় স্কুলের তরফে। তাতে দেখা যাচ্ছে ৫ হাজার টাকা থেকে সেসন ফি একধাপে ১৪ হাজার টাকা করা হয়েছে। অভিভাবকদের অভিযোগ একসাথে এতটা ফি বৃদ্ধি নিয়ে যাতে কোনো ঝামেলা না হয় তার জন্য স্কুলের ছুটি পড়ে যাওয়ার পরই ফি বৃদ্ধি সংক্রান্ত ম্যাসেজ দেওয়া হয়েছে।
অনিকেত মুখার্জী নামে এক অভিভাবক জানান, এর আগে সেশন চার্জ কিস্তিতে দেওয়া যেত, কিন্তু এবছর সব পেন্ডিং জমা করতে বলা হয়েছে। নবনীতা ঘোষ নামে এক অভিভাবিকা জানান দুর্গাপুরে যত বেসরকারি সিবিএসসি বোর্ডের স্কুল রয়েছে তার মধ্যে এই স্কুলের ফি কম হওয়ায় অনেকেই নিজেদের সন্তানদের এখানে ভর্তি করেছেন। কিন্তু যে ভাবে স্কুল কর্তৃপক্ষ কোনো রকম আলোচনা ছাড়াই ইচ্ছে মতো ফি বাড়িয়ে চলেছে তাতে করে অনেক অভিভাবকই সমস্যার মধ্যে পড়েছেন। এমনকি স্কুলের বইয়ে নকল স্টিকার লাগিয়ে দাম বাড়ানো হচ্ছে বলেও অভিযোগ করেন অভিভাবকরা। সোমনাথ বাগ নামে আরেক অভিভাবক জানান, এই স্কুলটি একটি ধর্মীয় সংগঠনের। কিন্তু বর্তমানে যা পরিস্থিতি দাঁড়িয়েছে তাতে মনে হচ্ছে এই স্কুলকে ব্যবসায়িক প্রতিষ্ঠানে পরিণত করা হচ্ছে।
কেনো এবং কোন উদ্দেশ্যে হঠাৎ করে সেশন চার্জ এত বৃদ্ধি করা হল তা নিয়ে স্কুল কর্তৃপক্ষের কাছে সদুত্তর ও আলোচনার মাধ্যমে বিষয়টি নিয়ে একটি সমাধান সূত্র বার করার দাবি জানিয়ে এদিন স্কুল গেটের সামনে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান অভিভাবকরা। স্কুলের গেট বন্ধ থাকায় স্কুল কর্তৃপক্ষের সঙ্গে দেখা করতে পারেননি অভিভাবকরা। নিরাপত্তা কর্মীকে বার বার কর্তৃপক্ষের সঙ্গে যোগযোগ করিয়ে দেওয়ার আবেদন জানিয়েও কোনো কাজ না হওয়ায় অভিভাবকেদরে কেউ কেউ গেট টপকে স্কুলের ভেতর ঢুকে পড়েন। ঘটনাকে কেন্দ্র করে সাময়িক উত্তেজনার সৃষ্টি হয়। পরে নিউ টাউনশিপ থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।