eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন জেলা তৃণমূল কংগ্রেসের

দুর্গাপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন জেলা তৃণমূল কংগ্রেসের

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– নারী দিবসের ৫০ বছরে ‘দিদি বাংলার ঘরে ঘরে…’ এই স্লোগানকে সামনে রেখে বিশেষ কর্মসূচি নিয়েছে তৃণমূল কংগ্রেস। সেই কর্মসূচির অংশ হিসেবে দুর্গাপুরের আয়োজন করা হয়েছিল আন্তর্জাতিক নারী দিবসের।

এদিন দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটিসেন্টারের সৃজনী প্রেক্ষাগৃহে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল একটি বিশেষ অনুষ্ঠানের। যেখানে জেলা তথা শহরের বিশিষ্ট নারী যারা সমাজের বিভিন্ন ক্ষেত্রে সাহসী পদক্ষেপ নিয়ে প্রতিবন্ধকতা পিছনে ফেলে এগিয়ে চলেছেন অন্য়দের অনুপ্রানিত করছেন তাঁদের সম্মানিত করা হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ।

তৃণমূলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী এদিন বলেন, “আজকের দিনে আমরা জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের পশ্চিম বর্ধমানের যাঁরা সাহসী মহিলা, যাঁরা নিজ নিজ ক্ষেত্রে নিজেদেরকে প্রমাণ করেছেন, নিজেদের সাহসী পদক্ষেপের মাধ্যমে অন্যেদের অনুপ্রাণিত করে চলেছেন যেমন- চিকিৎসক, শিক্ষিকা, অধ্যাপিকা থেকে শুরু করে খাবার ডেলিভারি সংস্থার কর্মী কিংবা টোটো চালক, সমাজের সমস্ত সর্বস্তরের সেইসব মহিলাদের আমরা সম্মান দেওয়ার চেষ্টা করেছি।”

এদিনের এই বিশেষ অনুষ্ঠানে তৃণমূলের জেলা সভাপতি ছাড়াও উপস্থিত ছিলেন, গ্রাম উন্নয়ন পঞ্চায়েত ও সমবায় দপ্তরের মন্ত্রী প্রদীপ মজুমদার, সাংসদ কীর্তি আজাদ, জেলা সভাধিপতি বিশ্বনাথ বাউড়ি, আইএনটিটিইউসি’র জেলা সভাপতি অভিজিৎ ঘটক, দুর্গাপুর নগর নিগমের চেয়ারপারসন অনিন্দিতা মুখার্জি। এছাড়াও উপস্থিত ছিলেন দুর্গাপুর নগর নিগমের বিভিন্ন ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলাররা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments