জ্যোতি প্রকাশ মুখার্জ্জী, গুসকরা, পূর্ব বর্ধমান -: সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ক্ষেত্রে নারীদের অবদানকে স্বীকৃতি দেওয়া এবং তাদের অধিকার, লিঙ্গ বৈষম্য দূরীকরণ ও লিঙ্গ সমতা বজায় রাখার উদ্দেশ্যে জাতিসংঘ ১৯৭৫ সালকে “আন্তর্জাতিক নারী বর্ষ” হিসেবে ঘোষণা করে। তারপর থেকে প্রতি বছর ৮ই মার্চ দিনটি বিশ্বব্যাপী আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
গুসকরা মহাবিদ্যালয়ের মহিলা সেলের উদ্যোগে এবং আইকিউএসি ও গুসকরা মহাবিদ্যালয়ের সক্রিয় সহযোগিতায় আন্তর্জাতিক নারী দিবসের সুবর্ণ জয়ন্তী বৎসর উপলক্ষ্যে নারীদের তাদের অধিকার এবং প্রতিদিনের সমস্যা ও সংগ্রাম সম্পর্কে সচেতন করার লক্ষ্যে মহাবিদ্যালয়ের সেমিনার কক্ষে আয়োজন করা হয় একটি মনোজ্ঞ আলোচনা চক্রের। অনুষ্ঠানের মূল সুর ছিল ‘স্ব-সহায়তা গোষ্ঠীর মাধ্যমে নারীদের ক্ষমতায়ন’।
আলোচনা চক্রে অংশগ্রহণ করেন পূর্ব বর্ধমান জেলার এমএসএমই-র সহ-নির্দেশক মণিকাঞ্চন গাঙ্গুলী, বোলপুরের একটি স্বেচ্ছসেবী সংস্থার সম্পাদক সুকান্ত লাহা, গুসকরা পৌরসভার ভাইস চেয়ারম্যান বেলি বেগম ও গুসকরা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সুদীপ চ্যাটার্জ্জী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউন্সিলার যমুনা শিকারী সহ অধ্যাপক-অধ্যাপিকা ও শিক্ষাকর্মী এবং শহরের স্ব-নির্ভর গোষ্ঠীর বেশ কয়েকজন সদস্যা। উদ্যোক্তাদের পক্ষ থেকে যথাযোগ্য মর্যাদা সহকারে প্রত্যেক অতিথিকে বরণ করে নেওয়া হয়।
স্বাগত ভাষণে অনুষ্ঠানের সভাপতি তথা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সুদীপ চ্যাটার্জ্জী নারীর ক্ষমতায়নে তাদের আয়ের উপর গুরুত্ব দেন। তিনি মনে করেন, এরফলে পারিবারিক হিংসা কমবে। তিনি আরও মনে করেন নারীরা হলো সমাজের স্তম্ভ এবং তাদের বাদ দিয়ে কোনো সমাজ উন্নতি করতে পারেনা।
তার সুরে সুর মিলিয়ে মণিকাঞ্চন বাবু ও সুকান্ত বাবু নারীদের আয়ের বেশ কয়েকটি পথের দিক নির্দেশ করেন এবং এক্ষেত্রে তাদের পাশে থাকার আশ্বাস দেন।
আলোচনা চক্রে মহাবিদ্যালয়ের সঙ্গীত বিভাগের ভারপ্রাপ্ত অধ্যাপিকা মনামী চোংদারের পরিচালনায় ও বিভাগীয় ছাত্রী চ্ন্দ্রানী, মীনাক্ষী, সোহিনী, রূপসা, কোয়েল পৌলীমা, সুনন্দিতা পরিবেশিত ‘নারী অর্ধেক আকাশ’ আন্তর্জাতিক নারীদিবসের মূল সুরটি সজীব করে তোলে। উপস্থিত বিশিষ্ট অতিথি ও দর্শকরা তাদের পরিবেশিত অনুষ্ঠানে মুগ্ধ হয়ে ওঠেন। সেমিনার কক্ষে তখন বিরাজ করছিল ‘পিন ড্রপ সাইলেন্স।’
এর আগে প্রদীপ প্রজ্বলিত করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সুদীপ চ্যাটার্জ্জী সহ অন্যান্য অধ্যাপক-অধ্যাপিকা ও উপস্থিত অতিথিরা।





