সংবাদদাতা,বাঁকুড়াঃ– আলু তোলার কাজ সেরে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ল শ্রমিক বোঝাই একটি পিকাপ ভ্যান। দুর্ঘটনাটি ঘটে বাঁকুড়া জেলার কোতুলপুর থানার লালকি সংলগ্ন এলাকায়।
জানা গেছে বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের করিসুন্ডা থেকে ৩০ জন পুরুষ ও মহিলা শ্রমিক আলু তোলার কাজ করতে হুগলির কামারপুকুর এলাকায় গিয়েছিলেন। রাতে ফেরার পথে কোতুলপুর থানার লালুকি সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারায় পিকআপ ভ্যানটি এবং রাস্তার পাশে নয়ান জলিতে উল্টে যায়। প্রত্যক্ষদর্শীদের দাবি গাড়িটি অত্যন্ত দ্রুত গতিতে থাকায় নিয়ন্ত্রণ হারায়। দুর্ঘটনায় আহত হন ২০-২২ জন শ্রমিক। ঘটনাস্থলে ছুটে যায় কোতুলপুর থানার পুলিশ। স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে পুলিশ ভ্যান, অ্যাম্বুলেন্স এবং প্রাইভেট গাড়ি করে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় কোতুলপুর গ্রামীণ হাসপাতালে। সেখানে শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সাত জনকে অন্যত্র স্থানান্তর করা হয়।





