eaibanglai
Homeএই বাংলায়মহিলা বিল কার্যকর করার দাবীতে কলকাতায় পদযাত্রা

মহিলা বিল কার্যকর করার দাবীতে কলকাতায় পদযাত্রা

সঙ্গীতা কর, কলকাতা -: আন্তর্জাতিক নারী দিবসের পরের দিন মহিলা বিল কার্যকর করা ও সারা বিশ্বব্যাপী মহিলাদের সুরক্ষিত করার দাবীতে বিশিষ্ট সাহিত্য সংগঠন ‘স্বজন’-এর উদ্যোগে একটি পদযাত্রা ও অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলকাতার সূর্যসেন স্ট্রিট থেকে কলেজ স্ট্রিটের কফি হাউজ পর্যন্ত আয়োজিত এই পদযাত্রায় বিভিন্ন স্তরের মহিলারা অংশগ্রহণ করেন। শহর জুড়ে সবুজায়নের লক্ষ্যে ‘স্বজন’-এর পক্ষ থেকে পথচলতি মহিলাদের হাতে বেশ কয়েকটি চারাগাছ তুলে দেওয়া হয়।

পরে একটি ছোট্ট অনুষ্ঠানের মাধ্যমে শিয়ালদহের কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল ট্রাস্ট হলে আন্তর্জাতিক নারী দিবস ও বসন্ত উৎসব পালন করা হয়। উপস্থিত ছিলেন ডা. অনির্বাণ কুন্ডু, ড. সীমা রায়, রঞ্জনা কর্মকার, নীপা চক্রবর্তী, অর্পিতা বন্দোপাধ্যায়, মিলি দাস, নন্দিনী মন্ডল প্রমুখ।

অনুষ্ঠানের উদ্বোধন করেন কবি অগ্নিশিখা। তাকে সহযোগিতা করেন সংস্থার চেয়ারম্যান রঞ্জনা গুহ, সভাপতি মুনমুন মুখার্জ্জী, মুখ্য পৃষ্ঠপোষক বরুণ চক্রবর্তী, মুখ্য উপদেষ্টা ডা. সিরাজুল ইসলাম ঢালি, সোমনাথ চক্রবর্তী প্রমুখ।

উদ্যোক্তাদের পক্ষ থেকে যথাযোগ্য মর্যাদা সহকারে অতিথিদের আপ্যায়ন করেন রবীন্দ্রনাথ দাস, প্রণতি ভট্টাচার্য, রঞ্জিত মাইতি ও পৌলভি মিশ্র।

অনুষ্ঠানে প্রত্যেক বক্তা আন্তর্জাতিক নারী দিবসের তাৎপর্য তুলে ধরেন এবং নারীমুক্তি ও উন্নয়নের ব্যাপারে তাদের সুচিন্তিত মতামত সবার সামনে তুলে ধরেন। তাদের মূল বক্তব্য হলো, আর্থিক দিক দিয়ে নারীদের স্বনির্ভর করতে পারলে তবেই নারীমুক্তি ঘটবে। পাশাপাশি তারা দ্রুত মহিলা বিল কার্যকর করা ও সারা বিশ্বব্যাপী মহিলাদের সুরক্ষিত করার দাবী তোলেন। স্টুডেন্ট ফিউচার পয়েন্টের কর্ণধার সেখ রিয়াজুল হক বলেন, স্বজনের সামাজিক কাজকর্মের সাথে আমি সব সময় থাকব। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রধান অতিথি মুকুল চক্রবর্তী।

সংস্থার সম্পাদক চন্দ্রনাথ বসু বলেন, প্রতিদিন হয়ে উঠুক নারী দিবস। তিনি আরও বলেন, মহিলা বিল দ্রুত কার্যকর করা নাহলে প্রয়োজনে বৃহত্তর আন্দোলনে সামিল হব।

রাজ্যবাসীকে দোল উৎসবের আগাম শুভেচ্ছা জানান সংস্থার মুখ্য উপদেষ্টা ডা. অনির্বাণ কুন্ডু।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments