eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুরের মায়াদেবী তারা সেবাশ্রমে বিশ্বকল্য়াণার্থে যজ্ঞানুষ্ঠান

দুর্গাপুরের মায়াদেবী তারা সেবাশ্রমে বিশ্বকল্য়াণার্থে যজ্ঞানুষ্ঠান

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– সোমবার সারা দিন ব্যাপী দুর্গাপুরের ভিরঙ্গী চাষীপাড়ার মায়াদেবী তারা সেবাশ্রমে বিশ্ব তথা মানব জাতির কল্যাণার্থে চলল ধর্মীয় অনুষ্ঠান । সকাল থেকে পূজা, যজ্ঞ, হবন সহ নর নারায়ণ সেবার আয়োজন করা হয়। হরিদ্বার জুনা আখড়ার মহামণ্ডলেশ্বর শুদ্ধকুনাট্বনন্দজি মহারাজ, ত্রিপুরার শ্রী মহন্ত নির্মলানন্দজি মহারাজ, দুর্গাপুর ত্রিনাথ আশ্রমের রঞ্জিত গিরি মহারাজ, গুরু ভাইদের সঙ্গে নিয়ে অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর নগর নিগমের প্রাক্তন বরো চেয়ারম্যান রমা প্রসাদ হালদার, তৃণমূলের এসসি ওবিসি জেলা সম্পাদক রবীন্দ্র বাল্মিকি, তন্ময় নন্দী, সোমনাথ কুন্ডু সহ বিশিষ্ট জনেরা।

আশ্রমের পৃষ্ঠপোষক নাফে সিং এদিন জানান, জনগণের মধ্যে সনাতন ধর্মের প্রচার এবং আধ্যাত্মিকতার সঙ্গে মানুষকে সংযুক্ত করার লক্ষ্যে এদিনের মহাযজ্ঞের আয়োজন করা হয়েছে।

প্রসঙ্গত চলতি বছরের শুরুতেই এই তারা মাকে প্রতিষ্ঠিত করা হয়। আশ্রম কর্তৃপক্ষ জানান ভিরঙ্গী চাষীপাড়ায় বহুদিন আগে থেকে একটি পরিত্যক্ত তারা মন্দির ভগ্ন অবস্থায় পড়ে ছিল। সেটিকেই নব নির্মিত করে তারা মায়ের প্রতিষ্ঠা করে লোক কল্যাণের জন্য পুজো অর্চণা শুরু হয়। অনেকেই বয়সজনিত বা অন্য কারণে বীরভূমে তারা মায়ের আশ্রমে যেতে পারেন না। তাঁরা এই মন্দির দর্শন ও পুজো প্রার্থনা করতে পারেন বলে জানান কর্তৃপক্ষ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments