নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– পথ সারমেয়দের দুর্ঘটনার হাত থেকে বাঁচাতে “সেফ ড্রাইভ সেভ লাইফ” কর্মসূচি। মঙ্গলবার সকালে দুর্গাপুরের বিভিন্ন প্রান্তে এমনই কর্মসূচি পালন করল পশুপ্রেমীদের নিয়ে গঠিত তিনটি সমাজ সেবী সংগঠন। তাদের সহযোগিয়ায় ছিল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ ও ট্রফিক বিভাগ।
এই কর্মসূচিতে শহরের একাধিক ব্যস্ত রাস্তায় গার্ড রেল বসানো হয় পাশাপাশি ট্রাফিক নিয়ম মেনে হেলমেট পরে,নিয়ন্ত্রিত গতিতে গাড়ি চালানোর পরামর্শ দেওয়া হয় বাইক ও গাড়ি চালকদের।
উদ্যোক্তা সংগঠনের তরফে এক সদস্য জানান, সাধারণ মানুষের যেমন সুরক্ষার প্রয়োজন তেমনি সারমেয়দেরও সুরক্ষার প্রয়োজন। ট্রাফিক নিয়ম মেনে গাড়ি চালালে গাড়ি বা বাইক চালকের যেমন জীবনের ঝুঁকি থাকে না, দুর্ঘটনার প্রবণতা কমে, তেমনি পথ সারমেওরাও দুর্ঘটনার কবল থেকে রক্ষা পায়।
আগামী দিনেও পথ সারমেওদের সুরক্ষার জন্য এডিপিসি’র সহযোগিতায় “সেফ ড্রাইভ সেভ লাইফ” কর্মসূচির মাধ্যমে শহর জুড়ে প্রচার চালানো হবে বলে জানান উদ্যোক্তা সংগঠনগুলি।





