eaibanglai
Homeএই বাংলায়ঋতুরাজ বসন্তকে বরণ করে নিতে প্রস্তুতি দুর্গাপুরে

ঋতুরাজ বসন্তকে বরণ করে নিতে প্রস্তুতি দুর্গাপুরে

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– নীল দিগন্তে পলাশের রাঙা আগুন, আর কোকিলের কুহুতান জানান দিচ্ছে ঋতুরাজ বসন্তের রাজকীয় আগমন। আর ঋতুরাজকে বরণ করে নিয়ে প্রস্তুত দুর্গাপুরবাসী। প্রতি বছরের মতো এবারও বসন্তকে আগামন জানাতে শহর জুড়ে নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকাল থেক রাত অবধি চলবে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান ও উৎসব।

দোল উৎসবের প্রাকসন্ধ্যায় আগামী আগামী ১৩ ই মার্চ পূর্ণিমার জোৎস্নাস্নাত সন্ধ্যায় সিটিসেন্টারের বেঙ্গল সৃষ্টি কমপ্লেক্স প্রাঙ্গনে, আয়োজন করা হয়েছে বসন্ত উৎসব “বৈতালিক মন পলাশে ২০২৫”। বেঙ্গল সৃষ্টি, কনকাঙ্গন রেসিডেন্টস ওয়েলফেয়ার সোসাইটি, নৃত্যবৃত্তি বাতায়ন ও বিইভেন্টফুলের উদ্যোগে আয়োজি এই বিশেষ অনুষ্ঠানে শহরবাসীকে সাদর আমন্ত্রণ জানানো হয়েছে।

অন্যদিকে শহর দুর্গাপুরে আয়োজিত মূল বসন্ত উৎসবগুলির মধ্যে অন্যতম গীতাঞ্জলি সংস্থার উদ্যোগে আয়োজিত বসন্তোৎসব। এবার দ্বাদশতম বর্ষে তাঁদের নিবেদন “এই লভিনু সঙ্গ তব।” আগামী ১৪ মার্চ সকাল সাতটায় প্রভাত ফেরি ও সকাল আটটা থেকে সিটিসেন্টারের চতুরঙ্গ মাঠের মূল মঞ্চে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান । যেখানে রবীন্দ্রনাথের গান, কবিতা, নৃত্যগীতির মাধ্যমে আহ্বান জানানো হবে ঋতুরাজকে। শহর দুর্গাপুরের বুকে এ যেন এক টুকরো শান্তিনিকেতন। উদ্যোক্তারা শহরের সমস্ত সংস্কৃতি প্রেমী মানুষকে আমন্ত্রণ জানিয়েছেন এই উৎসবে যোগ দিয়ে বসন্তকে আহ্বান জানাতে ও রবীন্দ্র ভাবনায় একে উপরকে রাঙিয়ে তুলতে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments