নীহারিকা মুখার্জ্জী চ্যাটার্জ্জী, কলকাতা -: একটি ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে আবিরে আবিরে রঙিন হয়ে গত পঁচিশ বছরের মত এবছরও বসন্তোৎসবে মেতে উঠতে চলেছে ‘যাদবপুর ঊর্মিলা কালচারাল ট্রুপ’-এর শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা।
জানা যাচ্ছে সংস্থার উদ্যোগে আগামী ১৪ ই মার্চ সকালে কলকাতার গল্ফগ্রীনের সেন্ট্রাল পার্কে একটি পদযাত্রার মাধ্যমে এই অনুষ্ঠানের শুভ সূচনা হবে। ‘ওরে গৃহবাসী খোল দ্বার খোল’ সঙ্গীতের তালে তালে পারস্পরিক আবির খেলায় তারা মেতে উঠবে। একইভাবে রাঙিয়ে দেবে পথচলতি মানুষদের। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে একাডেমির শিক্ষার্থীরাই অংশগ্রহণ করবে।থাকবে সঙ্গীত, নৃত্য ইত্যাদি। অনেক উৎসাহি অভিভাবকও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। প্রায় দুই শতাধিক শিক্ষার্থী এই পদযাত্রা ও অনুষ্ঠানে অংশগ্রহণ করবে। একাডেমির অন্যতম শিক্ষার্থী অগ্নিদীপ্তা নায়ক বললেন, নতুন বছর এলেই আমরা এই দিনটির জন্য অপেক্ষা করে থাকি। আমরা আলাদা ব্যাচে প্রশিক্ষণ নিই। এইদিন সবাই একসঙ্গে মিলিত হওয়ার সুযোগ পাই। ফলে বসন্তোৎসব হয়ে ওঠে মিলনের উৎসব। খুব আনন্দ হয়। প্রতিষ্ঠানের কর্ণধার ঊর্মিলা ভৌমিক বললেন – শিক্ষার্থীদের জন্যেই এই অনুষ্ঠানটির আয়োজন করে থাকি। এই দিনটির জন্য ওরা অপেক্ষা করে থাকে। ওদের সঙ্গে অভিভাবকরাও থাকেন। ফলে অনুষ্ঠানটি অন্য উচ্চতায় পৌঁছে যায়।




