সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- মঙ্গলবার সন্ধ্যায় আসানসোলের কুলটির নিয়ামতপুর বাজারে একটি জুতোর দোকানের গুদামে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। যদিও এই অগ্নিকাণ্ডে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।
জানা গেছে এদিন সন্ধ্যায় হঠাৎ দোকানের ভেতরে থাকা গুদামে আগুন জ্বলতে দেখেন দোকানের মালিক ও কর্মীরা। তড়িঘড়ি বাজারের অন্যান্য দোকানদাররা ও স্থানীয় বাসিন্দাদের সাহায্য়ে আগুন নেভানোর চেষ্টা করেন দোকান মালিক গুরবিন্দর সিং । পাশাপাশি খবর দেওয়া হয় পুলিশ ও দমকলে। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন ও নিয়ামতপুর ফাঁড়ি পুলিশ। পুলিশের সহায়তায় দমকলকর্মীরা বেশ কিছুক্ষনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
তবে কীভাবে এই অগ্নিকাণ্ড ঘটল তা জানা যায়নি। দমকলকর্মীদের প্রাথমিক অনুমান শট সার্কিটের কারণে আগুন লেগে থাকতে পারে। অন্যদিকে এদিনের এই অগ্নিকাণ্ডের জেরে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তা জানাতে পারেননি দোকান মালিক। তিনি বলেন, “হিসেব খতিয়ে দেখে তবেই ক্ষতির পরিমাণ বলা যাবে।”





