সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ– মিথ্যা কথা বলে ফাঁসিয়ে প্রতিবেশী মহিলাদের কাছ থেকে ৩৬ লক্ষ টাকা হাতানোর অভিযোগে গ্রেফতার মহিলা। সম্প্রতি ঘটনাটি সামনে এসেছে। ঘটনা রানীগঞ্জের আমড়াসোতা গ্রাম পঞ্চায়েতের ঝাঁটিডাঙ্গা অঞ্চলের।
অভিযোগ ঝাঁটিডাঙার বাসিন্দা অঞ্জু রায় কখনো শরীর খারাপ বা অন্য নানা ধরণের সমস্যার কথা বলে এলাকার মহিলাদের সাহায্য়প্রার্থী হতেন এবং ব্যাঙ্ক থেকে ঋণ নেওয়া করিয়ে নিজে সেই টাকা প্রতিশোধের প্রতিশ্রুতি দিয়ে পরে সেই টাকা আত্মসাৎ করেন। অভিযোগ এইভাবে স্থানীয় প্রায় ৩০ জন মহিলার কাছ থেকে প্রায় ৩৬ লক্ষ টাকা হাতিয়ে নেন অঞ্জু।
স্থানীয় মহিলা তথা প্রতারিত রুপা বাউরি জানান, তার কাছ থেকে দুটো ব্যাঙ্ক সহ চারটে আর্থিক প্রতিষ্ঠান থেকে দেড় লক্ষ টাকা ঋণ নেওয়া করিয়ে সেই টাকা আত্মসাৎ করেন অঞ্জু। প্রথম দিকে কয়েকটি কিস্তির টাকা শোধ করলেও ২০২৪ সালে রাখী বন্ধনের সময় বিহারে বাপের বাড়ি চলে যাওয়ার পর আর তার দেখা মেলেনি এলাকায়। অঞ্জুর স্বামী রাজীবও স্পষ্ট জানিয়ে দেন তাঁর সঙ্গে স্ত্রীর কোনো সম্পর্ক নেই । এদিকে ব্যাঙ্কের কাছ থেকে ঋণ পরিশোধের জন্য় নোটিশ আসতে থাকে। এরপরই রুপা সহ এলাকার মহিলারা একে একে বুঝতে ও জানতে পারেনে অঞ্জু তাদের প্রতারিত করেছে এবং রানীগঞ্জ থানায় সকলে মিলে অভিযোগ দায়ের করেন।
এরই মধ্যে গত সপ্তাহে শাশুড়ির মৃত্যুর খবর পেয়ে অঞ্জু শ্বশুর বাড়ি আসে। বিষয়টি জানতে পেরে অঞ্জুর আসার খবর রানীগঞ্জ থানায় জানান প্রতারিত মহিলারা এবং গত ৮ মার্চ অঞ্জু রায়কে গ্রেফতার করে পুলিশ এবং আদালতে পেশ করে হেফাজতে নেয়।
তবে অঞ্জু গ্রেফতার হলেও তাঁদের টাকা তাঁরা ফিরে পাবেন কি? এখন সেই চিন্তাই গ্রাস করেছে এলাকার প্রতারিত মহিলাদের।





