eaibanglai
Homeএই বাংলায়মানবিকতার পরিচয় রাখলেন গুসকরা পুরসভার চেয়ারম্যান

মানবিকতার পরিচয় রাখলেন গুসকরা পুরসভার চেয়ারম্যান

জ্যোতি প্রকাশ মুখার্জ্জী, গুসকরা, পূর্ব বর্ধমান -: বর্তমানে তৃণমূল সহ বিভিন্ন রাজনৈতিক দলের একশ্রেণির রাজনীতিবিদদের দিকে যখন নিজ দায়িত্ব পালনে অবহেলা ও দুর্নীতি সংক্রান্ত অভিযোগের আঙুল উঠছে ঠিক তখনই ব্যক্তি হিসাবে মানবিকতার অনন্য নজির স্থাপন করলেন গুসকরা পুরসভার চেয়ারম্যান কুশল মুখার্জ্জী।

জানা যাচ্ছে শহরের চার নং ওয়ার্ডের তুড়ি পাড়ার দুই অসহায় শিশু, একজনের বয়স আড়াই বছর ও অপর জনের বয়স সাত বছর, অল্প বয়সে পিতৃহারা হয়। তাদের মায়েরও সন্ধান পাওয়া যায়না। যে দাদু-দিদা তাদের লালন পালন করছিলেন তাদের শারীরিক পরিস্থিতি খুবই খারাপ। বিষয়টি স্থানীয় কাউন্সিলার যমুনা শিকারির কাছ থেকে জানতে পারেন কুশল বাবু। সঙ্গে সঙ্গে তিনি ছুটে যান তুড়ি পাড়ায়। বর্তমানে শিশু দুটিকে যে মহিলা দেখাশোনা করছেন তার সঙ্গে কথা বলেন এবং ব্যক্তি হিসাবে শিশু দুটির খাওয়ার সম্পূর্ণ দায়িত্ব তিনি নিজের হাতে তুলে নেন। এমনকি তাদের হাতে নতুন পোশাকও তুলে দেন।

কুশল বাবু বলেন, মহিলাকে অনুরোধ করি শিশু দু’টিকে যেন মশারির নীচে শোওয়ানো হয় এবং মশারির ব্যবস্থা তিনি করে দেবেন। এছাড়া শিশু দুটির খাওয়ার জন্য প্রতি মাসে যে খরচ হবে সেই অর্থ তিনি মাসের শুরুতেই দিয়ে দেবেন।

তার এই মানবিকতার পরিচয় জানতে পেরে এলাকাবাসী খুব খুশি। তাদের বক্তব্য, আমরা এইরকমই একজন চেয়ারম্যান চাই যিনি বিপদের সময় মানুষের পাশে দাঁড়াবেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments