নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– মাছের জালে ওঠা কচ্ছপকে রীতিমতো পুজো করে দামোদরের জলে ছেড়ে দিলেন মাছ ব্যবসায়ীরা। বৃহস্পতিবার দুর্গাপুরের বেনাচিতি বাজারের এমনই একটি ঘটনা সামনে এসেছে।
জানা গেছে বুধবার রাতে দুর্গাপুরের বেনাচিতি বাজারের একটি জলাশয়ে মাছ ধরার জন্য জাল ফেলে রেখেছিলেন মাছ ব্যবসায়ীরা। এদিন জাল তুললে দেখা যায় মাছের সাথে একটি কচ্ছপও উঠেছে।
হিন্দু পুরাণ মতে কচ্ছপ বিষ্ণুর দ্বিতীয় অবতার। এদিন সেই মতে ওই কচ্ছপটিকে সিঁদুর পরিয়ে রীতিমতো পুজো করে ঝুড়িতে করে ব্যারাজে নিয়ে গিয়ে দামোদরের জলে ছেড়ে দেন ব্যবসায়ীরা।
বেনাচিতি বাজারের মাছ ব্যবসায়ী পল্টু ধীবর বলেন,”মাছ ধরতে গিয়ে আমাদের জালে মাঝে মাঝেই কচ্ছপ উঠে। আমরা সেগুলোকে মারিনা বা বিক্রি করি না। আমরা জলাশয়ের জলে না ছেড়ে দামোদরের জলে ছেড়ে দিই। কারণ নদীতে ছাড়লে ভবিষ্যতে আর কোন সমস্যা হবে না তাদের। দোল পূর্ণিমার মতো পুণ্য দিনে কচ্ছপটিকে ভগবান বিষ্ণুরূপে পুজো করে দামোদরের জলে ছেড়ে দিয়ে দীর্ঘ আয়ু কামনা করলাম।”
মাছ ব্যবসায়ীদের এই ভূমিকার প্রশংসা করেন অনেকেই।





