eaibanglai
Homeএই বাংলায়দোল উৎসবে মেতে উঠল প্রাথমিক বিদ্যালয়ের কচিকাচারা

দোল উৎসবে মেতে উঠল প্রাথমিক বিদ্যালয়ের কচিকাচারা

নীহারিকা মুখার্জ্জী চ্যাটার্জ্জী, ফলতা, দক্ষিণ চব্বিশ পরগণা-: নানান অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রাক দোল উৎসব তথা বসন্ত উৎসবে মেতে উঠল দক্ষিণ চব্বিশ পরগণার ফলতা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের কচিকাচারা। ফলতা থানার সহযোগিতায় বিদ্যালয় প্রাঙ্গন থেকে ফলতা বাস স্ট্যান্ড পর্যন্ত শুরু হয় পথ পরিক্রমা। অংশগ্রহণ করে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। কাঠি নাচ, মন্দিরা নাচ, কুলো নাচ, ছাতা নাচ এইরকম বিভিন্ন ধরনের নাচ প্রদর্শন করতে করতে শোভাযাত্রা এগিয়ে চলে। পরস্পরকে আবিরে রাঙিয়ে দেওয়ার পাশাপাশি পথের পাশে উপস্থিত পথচারীদের পায়ে আবির দিয়ে তারা শ্রদ্ধা জ্ঞাপন করে। বাসস্ট্যান্ডে নাচের মাধ্যমে বসন্তের আগমণ বার্তা সবার মধ্যে ছড়িয়ে দেওয়া হয়।

পরে বিদ্যালয় প্রাঙ্গনে ফিরে এসে সঙ্গীত, নৃত্য ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আজকের দিনটাকে রাঙিয়ে তোলে তারা। পাশাপাশি কেক কেটে মার্চ মাসের ৩৩ জন শিক্ষার্থীর জন্মদিন পালন করা হয়। উপহার হিসাবে তাদের হাতে তুলে দেওয়া হয় একটি করে জলের বোতল।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments