eaibanglai
Homeএই বাংলায়নাচে গানে রঙে বসন্ত উৎসবে মেতে উঠল শহরবাসী

নাচে গানে রঙে বসন্ত উৎসবে মেতে উঠল শহরবাসী

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দোল উৎসব বাংলা এক নতুন আঙ্গিকে পালিত হয় বাংলায়। রঙ খেলার উৎসব এখানে পালিত হয় ঋতুরাজ বসন্তকে আহ্বান জানাতে বসন্ত উৎসব হিসেবে। যেখানে আবিরের রঙে একে অপরকে রাঙিয়ে দেওয়ার পাশাপাশি বসন্তকে আগমন জানানো হয় নৃত্য গীতি কবিতার মাধ্যমে। প্রতিবছরের মতো এবছরও দোল পূর্ণিমার পুণ্য তিথিতে বসন্তে উৎসবে মেতেছিল শহর দুর্গাপুর। শহর জুরে আয়োজন করা হয়েছিল নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের। সকাল থেকে নাচে গানে রঙে মেতে উঠেছিল শহরবাসী।

শহর দুর্গাপুরে আয়োজিত বসন্ত উৎসবগুলির মধ্যে অন্যতম গীতাঞ্জলি সংস্থার উদ্যোগে আয়োজিত বসন্তোৎসব। শান্তিনিকেতনের বিশ্বভারতীর আদলে এই অনুষ্ঠানটির তত্ত্বাবধানে থাকেন পুরনিগমের প্রশাসক মণ্ডলীর চেয়ারপার্সন অনিন্দিতা মুখোপাধ্যায়। এবার দ্বাদশতম বর্ষে তাঁদের নিবেদন ছিল “এই লভিনু সঙ্গ তব।” সকালে গান গেয়ে প্রভাত ফেরি করে সিটিসেন্টারের চতুরঙ্গ মাঠের মূল মঞ্চে উপস্থিত হন সকলে। সেখানে আয়োজিত হয়েছিল মূল সাংস্কৃতিক অনুষ্ঠানটি। অনিন্দিতা মুখোপাধ্যায়ের পাশাপাশি এই বসন্ত উৎসবে সামিল হয়েছিলেন মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায় সহ শহরের বিশিষ্টজনেরা। এছাড়াও শহরের বহু সংস্কৃতি প্রেমী মানুষ হাজিরে হয়েছিলেন বসন্তকে আগমন জানাতে।

অন্যদিকে বিধাননগরে নবতরুন সংঘ আয়োজন করেছিল দু’দিন ব্যাপী বসন্ত উৎসবের। নবতরুন সংঘের ময়দানে আয়োজিত এই অনুষ্ঠানে স্কুল শিশুদের নিয়ে নিউ আর্ট আয়োজিত করেছিল প্রভাতফেরির। বিধাননগরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে প্রভাতফেরি পৌঁছয় নবতরুন সংঘের ময়দানে। সেখানে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে মেতে ওঠে শিশুরা। পাশাপাশি চলে আবির খেলা। এই উৎসবে সহযোগিতা করে নারায়ণ স্কুল। প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও এদিনের উৎসবে অংশ নেয়। এদিনের উৎসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবতরুন সংঘ ক্লাবের সম্পাদক বিশ্বজিৎ মালাকার, নারায়ণ স্কুলের অধ্যক্ষ মল্লিকা সেন ও কর্মীরা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments