নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– দুর্গাপুর শিল্প শহরের সুপরিচিত সাংস্কৃতিক সংস্থা গীতাঞ্জলি পরিচালিত বসন্ত উৎসব সাড়ম্বরে পালিত হল। ১৪ই মার্চ সকালে আয়োজিত উল্লিখিত অনুষ্ঠানে শতাধিক কুশীলবের প্রাণবন্ত অংশগ্রহণে স্থানীয় চতুরঙ্গ উৎসব ময়দান মুখরিত হল। নিবেদিত হল – নৃত্য, সঙ্গীত, কবিতা ও ভাষ্যপাঠ স্থানীয় বিশিষ্ট শিল্পীবৃন্দ ও সংস্থাগুলির সম্মিলিত প্রচেষ্টায়।
গীতাঞ্জলির বসন্ত উৎসব দ্বাদশ বর্ষে পদার্পণ করলো। মূল ভাবনা ও পরিকল্পনা ছিল সংস্থার কর্ণধার অনিন্দিতা মুখোপাধ্যায়ের। সংগীত নির্দেশনা ও সামগ্রিক পরিচালনায় ছিলেন বুদ্ধদেব সেনগুপ্ত। দর্শক পরিপূর্ণ উৎসব প্রাঙ্গনে উপস্থিত হয়েছিলেন উল্লেখযোগ্য সংখ্যক বিশিষ্ট মানুষ ও ।





