নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুরঃ রাত পেরোলেই মহালয়া। আসছে আসছে করে দোরগোড়ায় বাঙালীর শ্রেষ্ঠ উতসব। চারিদিকে উৎসবের আবহ আর পুজোর শেষ মুহূর্তের ব্যস্ততা। ব্যতিক্রম নয়, দুর্গাপুর প্রধান শহর থেকে কিছুটা দূরে অবস্থিত কাঁকসার গড় জঙ্গল। শ্যামা-রূপার বিগ্রহ ও মন্দির দর্শনের জন্য যা বছরের প্রায় পুরো সময়ই ব্যস্ত থাকে দর্শনার্থীদের ভিড়ে। আর প্রত্যেক বছর দুর্গাপুজোয় তো ভিড় উপছে পড়ে। তাই দর্শনার্থীদের কথা মাথায় রেখে গড় জঙ্গল তথা মন্দির সংলগ্ন এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে উদ্যোগী হল মলানদীঘি গ্রামপঞ্চায়েত। ১০০ দিনের কাজের আওতায় গড় জঙ্গল এলাকার রাস্তা-ঘাট, জঙ্গল পরিষ্কারের জন্য বিষ্ণুপুরের মানুষদের কাজে লাগানো হল। গ্রামপঞ্চায়েতের তরফে জানা গেছে, এর ফলে একদিকে যেমন পুজোর সময় দর্শনার্থীদের সুবিধা হবে তেমনি ১০০ দিনের কাজের আওতায় নিয়ে আসায় কর্মীরাও উপকৃত হবেন।