সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ– হোলি খেলে বন্ধুদের সঙ্গে পুকুরে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হলো এক কিশোরের। মৃত কিশোরের নাম শুভময় তেওয়ারি (১৪)। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে আসানসোল উত্তর থানার পাঁচগাছিয়ায়।
জানা গেছে, শনিবার হোলির দিন সকাল থেকে পাড়ার বন্ধুদের সঙ্গে রঙ খেলেছিলো শুভময়। এরপর সবাই মিলে এলাকার একটি পুকুরে স্নান করতে যায় । কিন্তু সেখানে আচমকাই পুকুরের জলে তলিয়ে যায় শুভম। বেশ কিছুক্ষন পরে বন্ধুরা শুভময়ের ডুবে যাওয়ার বিষয়টি জানতে পারে। খবর পেয়ে এলাকায় ছুটে যায় কিশোরের পরিবারের লোকজন এবং আসানসোল উত্তর থানার পুলিশ। কিছুক্ষণ তল্লাশী চলানোর পর অচৈতন্য অবস্থায় শুভমকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
আকস্মিক ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনায় হোলির দিনে শোকের ছায়া নামে এলাকায়। পুলিশ জানিয়েছে ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।





