eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুরে তৃণমূল শ্রমিক নেতার বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ দায়ের

দুর্গাপুরে তৃণমূল শ্রমিক নেতার বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ দায়ের

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– তৃণমূল শ্রমিক সংগঠনের নেতা হিসেবে দুর্গাপুর শিল্পাঞ্চলে পরিচিত মুখ প্রভাত চট্টোপাধ্যায়। এবার তাঁর বিরুদ্ধে চাকরিতে পুনর্বহালের জন্য টাকা নেওয়ার অভিযোগ দায়ের হল দুর্গাপুর থানায়। আর এই অভিযোগ ঘিরে তোলপার শুরু হয়েছে দুর্গাপুরের রাজনৈতিক মহলে।

প্রভাতবাবুর নামে দুর্গাপুর থানায় অভিযোগটি দায়ের করেছেন দুর্গাপুর ইস্পাত কারখানার এক প্রাক্তন ঠিকা কর্মী, আমরাই গ্রামের বাসিন্দা শেখ লোকমান। তাঁর দাবি, মাস ছয়েক আগে তাঁকে কাজ থেকে বসিয়ে দেওয়া হয়। কাজ ফিরে পেতে তিনি তৃণমূল শ্রমিক নেতা প্রভাত চট্টোপাধ্যায়ের দ্বারস্থ হলে তিনি টাকা দাবি করেন। সেই মতো লোকমান দেড় লক্ষ টাকা দিলেও কাজ ফিরে পায়নি। এরপরই সে দুর্গাপুর থানায় আর্থিক প্রতারণার অভিযোগ দায়ের করে।

অন্যদিকে প্রভাত চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাঁকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে, এই অভিযোগে সোমবারই দুর্গাপুর থানায় পাল্টা স্মারকলিপি জমা দেন প্রভাতবাবুর অনুগামীরা। এদিন দুর্গাপুর ইস্পাত কারখানার তৃণমূল শ্রমিক সংগঠনের সদস্য আমিনুর রহমান দাবি করেন, কাজে গাফিলতির জন্য ডিএসপি কর্তৃপক্ষ শেখ লোকমানকে সাসপেন্ড করে। এরপর সে প্রভাত চট্টোপাধ্যায়ের দ্বারস্থ হলে তিনি ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলেন। ম্যানেজমেন্ট আশ্বাসও দেয়। এরই মধ্যে লোকমান মিথ্যে অভিযোগ দায়ের করে। তাই ঘটনার সঠিক তদন্তের দাবিতে এদিন তাঁরা দুর্গাপুর থানায় ওয়ারিয়া ফাঁড়িতে স্মারকলিপি জমা দেন বলে জানান।

অন্যদিকে বিষয়টি নিয়ে সমালোচনায় সরব হয়েছে বিরোধী পক্ষ। দুর্গাপুর পশ্চিমের বিজেপির বিধায়ক লক্ষণ ঘোড়ুই বলেন,”বিজেপি এর আগেও অভিযোগ করেছে কীভাবে টাকা দিয়ে চাকরি দেয় শাসকদলের একাংশ। আজ সেটাই প্রমাণিত হলো। সঠিক তদন্ত হলেই বেরিয়ে আসবে কতজন নেতা জড়িত। আর কীভাবে টাকার বিনিময়ে চাকরি দেওয়া হয়েছে।”

প্রসঙ্গত উল্লেখ্য এই সময় চিকিৎসার জন্য ভিন রাজ্য চেন্নাইয়ে রয়েছেন প্রবীন তৃণমূল নেতা প্রভাত চট্টোপাধ্যায়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments