eaibanglai
Homeএই বাংলায়বাঁকুড়ায় অনুষ্ঠিত হল বন ও বন্যপ্রাণী সুরক্ষা ও সচেতনতা নিয়ে বিশেষ কর্মশালা

বাঁকুড়ায় অনুষ্ঠিত হল বন ও বন্যপ্রাণী সুরক্ষা ও সচেতনতা নিয়ে বিশেষ কর্মশালা

শুভ্রাচল চৌধুরী, বাঁকুড়া:– সোমবার বাঁকুড়া জেলার বেলিয়াতোড় ফরেস্ট রেঞ্জ অফিসে (বাঁকুড়া উত্তর বনবিভাগ) ওয়েস্ট বেঙ্গল হিউম্যান ওয়েলফেয়ার অ্যান্ড নেচার অর্গানাইজেশনের উদ্যোগে এবং বাঁকুড়া উত্তর বনবিভাগের সহযোগিতায় অনুষ্ঠিত হলো ফরেস্ট অ্যান্ড ওয়াইল্ড লাইফ প্রটেকশন অ্যান্ড কনজারভেশন অ্যাওয়ারেনেস ওয়ার্কশপ অ্যান্ড ফরেস্ট ফায়ার অ্যাওয়ারেনেস উইথ মক ড্রিল (অ্যাওয়ারেনেস অন ফরেস্ট ফায়ার প্রিভেনশন এন্ড কন্ট্রোল)।সমগ্র অনুষ্ঠানটি বাঁকুড়া নর্থ ডিভিশন (বেলিয়াতোড় ফরেস্ট রেঞ্জ) এবং ওয়েস্ট বেঙ্গল হিউম্যান ওয়েলফেয়ার অ্যান্ড নেচার অর্গানাইজেশন এর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়।

এই ওয়ার্কশপে ফরেস্ট ফায়ার প্রিভেনশন ও তার কন্ট্রোল মক ড্রিল সহযোগে উপস্থাপিত করা হয়। ফরেস্ট ডিপার্টমেন্টের বিভিন্ন আইনগত বিষয়, ফরেস্ট ফায়ার কন্ট্রোল ও প্রিভেনশন নিয়ে মূল্যবান বক্তব্য তুলে ধরেন বেলিয়াতোড় পুলিশ স্টেশনের মেজো বাবু অনুপ গুরুং, সোনামুখী ফায়ার স্টেশন অফিসার গণেশ চন্দ্র মন্ডল, ওয়েস্ট বেঙ্গল হিউম্যান ওয়েলফেয়ার অ্যান্ড নেচার অর্গানাইজেশন এর লিগ্যাল এডভাইজার এডভোকেট সৌমি চক্রবর্তী, শালুকা বনরক্ষা কমিটির প্রেসিডেন্ট পঞ্চানন সুর, ওয়েস্ট বেঙ্গল হিউম্যান ওয়েলফেয়ার অ্যান্ড নেচার অর্গানাইজেশনের মেডিকেল কাউন্সিলর দীপালি ব্যানার্জী। এছাড়াও উপস্থিত ছিলেন বেলিয়েতোড় পুলিশ স্টেশনের এএসআই সুধাংশু দে, বেলিয়াতোড় ফরেস্ট রেঞ্জ অফিসার ভজন কীর্ত্তনিয়া, বৃন্দাবনপুর বিট অফিসার অনুপম লোহার ও বন দপ্তরের কর্মীবৃন্দ, বাঁকুড়া ফায়ার ডিভিশনের অধীনস্থ সোনামুখী ফায়ার ডিভিশনের গণেশ চন্দ্র মন্ডল এর তত্ত্বাবধানে ফায়ার সার্ভিস কর্মীবৃন্দ, বেলিয়াতোড় যামিনী রায় কলেজের এনএসএস ইউনিটের হারাধন কর্মকার সহ অন্যান্য কলেজ ছাত্রবৃন্দ।

এই অনুষ্ঠানে উপস্থিত কলেজ ছাত্র ও জেএফএমসি কমিটির সদস্যদের বন জঙ্গলে কিভাবে আগুন প্রতিরোধ করা যায় সেই বিষয়ে সবিস্তারে আলোচনা করেন ও মোটিভেট করে তোলার আহ্বান জানান ওয়েস্ট বেঙ্গল হিউম্যান ওয়েলফেয়ার অ্যান্ড নেচার অর্গানাইজেশনের সম্পাদক স্বপ্না বরাট। তাদের কাছে বন দপ্তর ও পুলিশ স্টেশনের প্রয়োজনীয় ফোন নম্বর দিয়ে তাদের কাছে বন জঙ্গলের আগুন নিয়ন্ত্রণে আনতে এগিয়ে আসতে বলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন বেলিয়াতোড় ফরেস্ট রেঞ্জ অফিসার ভজন কীর্তনিয়া এবং ওয়েস্ট বেঙ্গল হিউম্যান ওয়েলফেয়ার অ্যান্ড নেচার অর্গানাইজেশনের সম্পাদক স্বপ্না বরাট।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments