সোমনাথ মুখার্জী, লাউদোহাঃ বাঙালির সেরা উৎসব দুর্গাপূজা। আপামর বাঙালী এই উৎসবে মাতোয়ারা হন। বাড়িতে বাড়িতে তৈরি হয় মিষ্টি, সঙ্গে কেনাকাটা চলে নতুন নতুন জামা কাপড়। কিন্তু গরীব, দুঃস্থ মানুষদের কাছে এই দুর্গাপুজো হল বছরের আর পাঁচটা বাকি দিনের মতোই। কারণ যাদের দুবেলা দুমুঠো অন্ন জোগাতেই নাজেহাল অবস্থা তাদের কাছে দুর্গাপুজোয় নতুন জামা-কাপড়, খাওয়া-দাওয়া স্বপ্নের মতো। তাই তাদের কথা ভেবেই সোমবার শুভ মহালয়ার দিনে লাউদোহার গোগলা পঞ্চায়েতের উদ্যোগে আয়োজিত হলো দুঃস্থ মানুষদের জন্য নতুন বস্ত্র বিতরনের অনুষ্ঠান। অনুষ্ঠানের উদ্যোক্তারা জানালেন, এলাকার গরিব মানুষদের মুখে হাসি ফোটাতে তাদের এই ক্ষুদ্র প্রয়াস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুলা পঞ্চায়েতের প্রধান শ্রীমতি অনিতা দাস ও নব্য জেলা পরিষদ সদস্য সুজিত মুখার্জি,চুমকি মুখার্জি ও দুর্গাপুর ফরিদপুর ব্লক সমিতির সভাপতি শ্রীমতি হেমব্রম ও অন্যান্যরা। আর পুজোর মুখে আচমকায় এরকম নতুন জামা-কাপড় পেয়ে উচ্ছাসিত ছোট থেকে বড় সকলেই।