সঙ্গীতা চৌধুরীঃ- সমাজের মানুষের মধ্যে কারোর কারোর ব্যবহার সব সময় মন খারাপ করে দেয়। কিন্তু কখনো কি আপনার মনে হয়েছে আপনার মনের মধ্যে থাকা একটি জিনিসের কারণে আপনি কষ্ট পান। হ্যাঁ, একবার একজন ভক্ত এই নিয়ে প্রশ্ন করেন যে, “কোনো কোনো লোকের ব্যবহার এত খারাপ যে আমার মনকে দুঃখী করে তোলে। এর সমাধান কী?” স্বামী সোমেশ্বরানন্দ মহারাজ এই প্রসঙ্গে বলেন, “সমাজে তিন রকম লোক দেখতে পাওয়া যায়। তিনজন তিন ধরনের, তাই তিন জনের থেকে তিন রকমের ব্যবহার পাওয়া যায়। এখন একজনের থেকে অন্য জনের মত ব্যবহার প্রত্যাশা করায় আমাদের দুঃখের কারণ।”
মহারাজ বিষয়টিকে আরো পরিষ্কার করে বলে দেন, “তিনি বলেন তিন ধরনের মানুষ আছে পশু , মানুষ আর দেবতা। তিনজনের চরিত্র তিন রকমের। মহারাজের কথায়, “ পশু: স্বার্থপর, ছিনিয়ে নেয়, নির্দয়। মানব: সে দেয় কিন্তু বিনিময়ে চায়ও। ভালবাসে কিন্তু প্রতিদান আশা করে। না পেলে সে তার হাত গুটিয়ে নেয়। আর দেবতা: নিঃস্বার্থভাবে দেয়। কোন লোকের সাথে কথা বলা বা কাজের সময় দেখুন সে কোন অবস্থায় রয়েছে ওই সময়। সেই অনুসারে আপনি ব্যবহার করুন।”
এখন তিন ধরনের এই মানুষের সাথে কী প্রকার আচরণ করবেন? মহারাজ বলছেন,“পশু হলে সরাসরি তাকে চ্যালেঞ্জ করুন কিংবা সরে যান। মানব হলে আপনি তার কাছে কিছু চাওয়ার সময় দেওয়ার জন্যও প্রস্তুত থাকুন। দেবতা হলে তিনি নিঃস্বার্থভাবে সাহায্য করবেন। কিন্তু আপনি এর সুযোগ নিয়ে স্বার্থী হবেন না যেন। আমরা লোকের ব্যবহারে দুঃখ পাই কারণ সবার কাছেই দেবতাসুলভ ব্যবহার আশা করি। এবং বিচার করিনা আমি কোন স্তর (পশু, মানব, দেবতা) থেকে ব্যবহার করছি।”





