eaibanglai
Homeএই বাংলায়খুঁটি বোঝাই ট্রেলারের ধাক্কায় উপড়ে গেল টোল বুথ

খুঁটি বোঝাই ট্রেলারের ধাক্কায় উপড়ে গেল টোল বুথ

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ– সৌর আলোর খুঁটি বোঝাই ট্রেলারের ধাক্কায় উপড়ে গেল টোল বুথ। দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে রক্ষা পান টোল বুথে কর্মরত কর্মীরা। ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গের সীমান্তে, আসানসোলের জামতাড়া-রূপনারায়ণপুর হাইওয়েতে (৪১৯-এ)।

প্রত্যক্ষদর্শীরা জানান, খুঁটি বোঝাই ট্রেলারটি টোল ট্যাক্স কেন্দ্রের কাছে পৌঁছে সরু রাস্তায় চলতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় এবং প্রথমে একটি বিদ্যুতের খুঁটিকে ধাক্কা মেরে পরে টোল ট্যাক্স বুথে ধাক্কা মারে। ট্রেলারের ধাক্কায় পুরোপুরি উপড়ে যায় টোল বুথটি। সৌভাগ্যবশত এই দুর্ঘটনায় কারো প্রাণহানি হয়নি।

দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রেলারটিকে আটক করে। দুর্ঘটনার জেরে হাইওয়েতে কিছুক্ষণের জন্য যান চলাচল ব্যাহত হয়, তবে পুলিশ তৎপরতার সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যানবাহন চলাচল স্বাভাবিক করে।

অন্যদিকে এদিনের ঘটনায় সড়ক নিরাপত্তা এবং টোল ট্যাক্স কেন্দ্রগুলির কাঠামোগত সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে, এমন ব্যস্ত এবং সংকীর্ণ রাস্তায় ভারী যানবাহন চলাচলের নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থা কতটা কার্যকর, তা নিয়ে স্থানীয় মানুষের মনে উদ্বেগ দেখা দিয়েছে। পাশাপাশি ভারী যানবাহনের চলাচল নিয়ন্ত্রণে কঠোর নজরদারিরও দাবি তুলেছেন তাঁরা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments