eaibanglai
Homeএই বাংলায়জাল প্যান, আধার নিয়ে অ্যাকাউন্ট খুলতে গিয়ে গ্রেপ্তার দুর্গাপুরের যুবক

জাল প্যান, আধার নিয়ে অ্যাকাউন্ট খুলতে গিয়ে গ্রেপ্তার দুর্গাপুরের যুবক

নিজস্ব প্রতিনিধি,বর্ধমান:- জাল আধার কার্ড ও প্যান কার্ড জমা দিয়ে ব্যাঙ্কে অ্যাকাউন্ড খুলতে বর্ধমানে এসে গ্রেপ্তার হয়েছে দুর্গাপুর থানা এলাকার এক যুবক।

ধৃতের নাম সুভাষ কুমার ওরফে অপূর্ব দাস। দুর্গাপুরের অরবিন্দ থানার মায়াবাজার সুকান্তপল্লিতে তার বাড়ি। ব্যাঙ্কে পেশ করা জাল আধার কার্ড ও প্যান কার্ড মঙ্গলবার বাজেয়াপ্ত করেছে গলসি থানার পুলিস। ধৃত বিভিন্ন জায়গায় জাল আধার ও প্যান কার্ড দিয়ে অ্যাকাউন্ট খুলেছে বলে জিজ্ঞাসাবাদে জেনেছে পুলিস। কি উদ্দেশ্যে সে জাল নথিপত্র ব্যবহার করে অ্যাকাউন্ট খুলেছে তা অবশ্য এখনও পরিস্কার নয় পুলিসের কাছে। সাইবার জালিয়াতির মাধ্যমে হাতিয়ে নেওয়া টাকা জমা করার উদ্দেশ্যে সে অ্যাকাউন্ট খুলতে এসেছিল কিনা তা এখন খতিয়ে দেখছে পুলিস। ধৃতকে মঙ্গলবারই বর্ধমানের মুখ্য দায়রা আদালতে পেশ করা হয়। আধার ও প্যান কার্ড জালিয়াতি চক্রের হদিশ পেতে এবং অন্যের নাম ব্যবহার করে অ্যাকাউন্ট খোলার উদ্দেশ্যের বিষয়ে জানতে ধৃতকে সাতদিন নিজেদের হেফাজতে নিতে চেয়ে আদালতে আবেদন জানায় পুলিস। ধৃতের দু’দিনের পুলিসি হেফাজত মঞ্জুর করেন সিজেএম।

পুলিস সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাঙ্কের পারাজ শাখায় অ্যাকাউন্ট খুলতে আসে অপূর্ব। অ্যাকাউন্ট খোলার জন্য সে অন্যান্য নথিপত্রের সঙ্গে আধার কার্ড ও প্যান কার্ড জমা করে। অ্যাকাউন্ট খোলার জন্য সে ফর্মও পূরণ করে। নথিপত্র পরীক্ষা করার সময় প্যান ও আধার কাের্ড অন্য নাম থাকায় সন্দেহ হয় ব্যাঙ্ক কর্তৃপক্ষের। তাকে আটকে রেখে জিজ্ঞাসাবাদ করেন ব্যাঙ্কের কর্মীরা। সদুত্তর না পেয়ে তাকে গলসি থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে পুলিস তাকে জিজ্ঞাসাবাদ করে আটক করে। পরে ব্যাঙ্কের ম্যানেজার অনুসঙ্গীতা বন্দ্যোপাধ্যায় থানায় অভিযোগ দায়ের করেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments