নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– দুর্গাপুরে বিজেপির রাস্তা অবরোধ ঘিরে উত্তেজনা। পুলিশ ও বিজেপি কর্মীদের মধ্যে বচসা। ঘটনা ডিভিসি মোড় সংলগ্ন এলাকায়।
প্রসঙ্গত হাওড়া এবং বারুইপুরে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপর হামলার প্রতিবাদে বিক্ষোভে সামিল হয় দুর্গাপুরের বিজেপি কর্মী সমর্থকরা। বর্ধমান সাংগঠনিক জেলা বিজেপির সহ সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এদিন দুর্গাপুরের ডিভিসি মোড় থেকে সিটি সেন্টার যাওয়ার গুরুত্বপূর্ণ রাস্তা অবরোধ করে বিক্ষোভে নামেন বিজেপি কর্মী সমর্থকরা। প্রায় ৫০ জন বিজেপি কর্মী সমর্থক এই অবরোধে সামিল হন।
বিজেপির জেলা সহ-সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় এদিন বলেন,”রাজ্যের বিরোধী দলনেতার ওপর এবং বিজেপি কর্মীদের উপর তৃণমূল যেভাবে আক্রমণ করছে তারই প্রতিবাদে আমাদের আন্দোলন। ভবিষ্যতেও যদি বিজেপি কর্মীদের এবং নেতৃত্বদের গায়ে হাত দেওয়া হয় তাহলে এই আন্দোলন বৃহত্তর হবে।”
অন্যদিকে অবরোধ চলাকালীন নিউ টাউনশিপ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অবরোধকারীদের হঠাতে গেলে দুপক্ষের মধ্যে বচসা বেঁধে যায়। ঘটনাকে কেন্দ্র করে সাময়িক উত্তেজনার পরিস্থিতি হয়। পরে অবরোধ তুলে নেন বিজেপি কর্মী সমর্থকরা।





