নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- গতকাল ডিভিসির উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে উত্তজনা পরিস্থিতির পর এবার উচ্ছেদে বাধা দেওয়া বহিরাগতদের গ্রেপ্তারের দাবিতে দুর্গাপুর থানার ডিটিপিএস ফাঁড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখাল ভিলেজ কো-অডিনেশন কমিটি।
প্রসঙ্গত দামোদর ভ্যালি কর্পোরেশনের অধীনস্থ দুর্গাপুর থার্মাল পাওয়ার স্টেশন সম্প্রসারণের জন্য ডিভিসির নিজস্ব জমি অধিগ্রহণের কাজ শুরু করেছে। উচ্ছেদ অভিযানে গিয়ে বাধার মুখেও পড়তে হচ্ছে ডিভিসি কর্তৃপক্ষকে। গতকালই ডিটিপিএস এলাকায় জমি অধিগ্রহণ ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। ফলে উচ্ছেদ অভিযান বন্ধ রেখে আগামী ১ এপ্রিল পর্যন্ত সময় দিয়ে ফিরে যায় কর্তৃপক্ষ।
দুর্গাপুর থার্মাল পাওয়ার স্টেশন সংলগ্ন এলাকার গ্রামবাসীদের নিয়ে তৈরি ভিলেজ কো-অডিনেশন কমিটির দাবি, গোটা এলাকার মানুষ কারখানা সম্প্রসারণ চাইলেও বহিরাগতরা উচ্ছেদ অভিযানে বাধা দিচ্ছে। তারই প্রতিবাদে সরব হয়েছেন তাঁরা। বিক্ষোভ কারীরা এদিন স্লোগান দিতে থাকেন, “কারখানা চাই। যারা কারখানার কাজে বাধা দিচ্ছে তাদের গ্রেফতারিও চাই।”
ভিলেজ কো-অর্ডিনেশন কমিটির সহ-সভাপতি এবং আইনজীবী সুব্রত মুখার্জি এদিন বলেন,”বস্তিবাসীরাও কারখানা সম্প্রসারণ চাইছে। কিন্তু জনাকয়েক বহিরাগত দুষ্কৃতী তাদের উসকে দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে। আমরা তাদের গ্রেপ্তারের দাবি করছি।” পাশাপাশি কারখানা সম্প্রসারণের কাজ আটকে গেলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেয় কমিটি।





