জ্যোতি প্রকাশ মুখার্জ্জী, আউসগ্রাম-: বিশ্ববিখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলগ কলেজ কর্তৃপক্ষের আমন্ত্রণে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী লণ্ডনে যান। তার ভাষণ চলাকালীন সভাকক্ষের পিছন থেকে হাতে প্লাকার্ড নিয়ে ৭-৮ জন বিক্ষোভকারী চিৎকার করতে থাকে। তাদের আচরণ থেকে এটা স্পষ্ট যে এরা রাজনীতির আদর্শের ধার ধারেনা। এদের একমাত্র উদ্দেশ্য হলো ব্যক্তিগত আক্রমণ করে সস্তা জনপ্রিয়তা অর্জনের চেষ্টা করা। পরে স্পষ্ট হয়ে যায় ওরা রাম ও অতি-বাম জোট। একটি পোস্টের মাধ্যমে সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই-ইউকে এই ঘটনার দায় স্বীকার করে নিয়েছে।
     দলনেত্রী তথা মুখ্যমন্ত্রীর অপমানের প্রতিবাদে গত ২ রা এপ্রিল তৃণমূলের পক্ষ থেকে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিবাদ মিছিল বের করা হয়। 
    গুসকরা শহর তৃণমূল সভাপতি দেবব্রত শ্যামের নেতৃত্বে শহরের দলীয় কার্যালয় থেকে একটি মিছিল বের হয়। মিছিল শহরের বিভিন্ন প্রান্ত প্রদক্ষিণ করে। শহর সভাপতি ছাড়াও মিছিলে অংশগ্রহণ করেন শহর যুব সভাপতি কার্তিক পাঁজা, ভাইস চেয়ারম্যান বেলি বেগম ও অন্যান্য কাউন্সিলার, শাখা সংগঠন ও বুথ সভাপতি এবং চেয়ারম্যান কুশল মুখার্জ্জী সহ অন্যান্য তৃণমূল কর্মী।
   আউসগ্রাম-২ নং ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে অপর একটি প্রতিবাদ মিছিল বের হয় ভেদিয়ায়। ব্লকের প্রাক্তন কার্যকরী সভাপতি অরূপ মিদ্দার নেতৃত্বে ভেদিয়া বাসস্ট্যান্ড থেকে মিছিল শুরু হয়। বাগবাটি মোড়, ভেদিয়া বাজার ঘুরে মিছিল বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। অরূপ বাবু ছাড়াও মিছিলে অংশগ্রহণ করেন ইন্দ্রজিৎ কোনার, ব্লকের সাতটি অঞ্চলের নেতা-কর্মী সহ স্থানীয় দলীয় তৃণমূল কর্মীরা।
   দু’টি মিছিল থেকেই মুখ্যমন্ত্রীর প্রতি নিম্ন রুচির আচরণের জন্য রাম ও অতি-বাম জোটের  বিরুদ্ধে ক্ষোভ উগরে দেওয়া হয়।






 
 
		 
                                    
