eaibanglai
Homeএই বাংলায়আইএনটিটিউসি'র নেতৃত্বে মিনিবাস পরিষেবা বন্ধ রেখে বিক্ষোভ বাস কর্মীদের

আইএনটিটিউসি’র নেতৃত্বে মিনিবাস পরিষেবা বন্ধ রেখে বিক্ষোভ বাস কর্মীদের

সংবাদদাতা,আসানসোলঃ- একাধিক অভিযোগে মিনিবাস পরিষেবা বন্ধ রেখে আইএনটিটিউসি’র নেতৃত্বে বিক্ষোভে সরব হলেন আসানসোলের মিনিবাস কর্মীরা। যার জেরে বৃহস্পতিবার সকাল থেকে ব্যাপক হয়রানির শিকার শহরের যাত্রীরা।

এদিন আসানসোল মিনিবাস স্ট্যান্ডে আইএনটিটিউসি নেতা রাজু আলুওয়ালিয়ার নেতৃত্বে বিক্ষোভ শুরু করেন শহরের মিনিবাস কর্মীরা। তাঁদের অভিযোগ, বাস মালিকেরা চালক,খালাসী তথা বাসকর্মীদের সাথে ভালো ব্যবহার করেন না ও বিভিন্ন সুযোগ-সুবিধা দেয় না, শ্রমিকদের শোষণ করেন, অবৈধ মিনি বাস পরিচালনা করেন। এছাড়া বেতন কাটা, শ্রমিকদের ছাঁটাই সহ বিভিন্ন বিষয়ে প্রশাসনের উদাসীনতারও অভিযোগ করেন বিক্ষোভরত বাস কর্মীরা।

এদিন তাঁরা দাবি করেন, শহরে অনেক অবৈধ মিনি বাস প্রশাসনের নজর এড়িয়ে চলছে, যেগুলোর কোনো বৈধ কাগজপত্র নেই। এছাড়া কর্মী ছাঁটাই নিয়ে সরব হন কর্মীরা। তাদের অভিযোগ,তাদের অন্যায়ভাবে চাকরি থেকে বরখাস্ত করা হচ্ছে। বছরের পর বছর কাজ করা কর্মীদের কোনো নোটিশ ছাড়াই ছাঁটাই করা হচ্ছে। অবার অনেক বাস মালিক কম বেতনে বেশি সময় ধরে কাজ করাচ্ছেন। তাঁরা আরও বলেন যে, বাস মালিক ও প্রশাসন শ্রমিকদের কল্যাণ তহবিলের নামে টাকা তোলে, কিন্তু সেই টাকা শ্রমিকদের কাজে লাগে না। এই তহবিলের কোনো হিসাব নেই। এই তহবিলের সঠিক ব্যবহার ও স্বচ্ছতা আনতে হবে।

এদিন মিনিবাস শ্রমিক সংগঠনের তরফে প্রশাসনকে হুঁশিয়ারি দেওয়া হয়, “যদি তাদের দাবি পূরণ না হয়, তাহলে তারা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন।”

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments