নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– ধর্ম নিয়ে যখন হানাহানি, বিরোধ, বিভেদের খবর সর্বত্র, তখন রামনবমীর শোভাযাত্রায় সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপন করলেন দুর্গাপুরের মুসলিম সম্প্রদায়ের ভাই বোনেরা।
প্রসঙ্গত রাম নবমী ও হনুমান জয়ন্তী উপলক্ষ্যে প্রতিবছর পূজা পাঠ ও ধর্মীয় শোভাযাত্রার আয়োজন করে সিএমইআরআই-এর সোনার তরী। এবছর ১১ বর্ষে পড়ল তাদের এই শোভাযাত্রা। প্রতিবছরের মতো এবারও রামনবমীর আগের দিন অষ্টমীতে আয়োজন করা হয়েছিল এক বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রার। যেখানে ছোট থেকে বড় নানা বয়সের সাধারণ মানুষ ও ভক্তরা অংশগ্রহন করেছিলেন। শোভা যত্রাটি শুরু হয় দুর্গাপুরের বিজন অঞ্চল থেকে এবং শেষ হয় সোনার তরী এলাকায়। আর এদিনের তীব্র গরমে, প্রখর দাবদাহে যারা শোভাযাত্রায় অংশ নিয়েছিলেন তাদের মিষ্টি শীতল পানীয় পান করিয়ে সম্প্রীতির বার্তা দিলেন এলাকার মুসলিম ভাইয়েরা। তীব্র গরমে দীর্ঘ পথ কলস নিয়ে যাত্রা করে কচিকাঁচা, মহিলা, পুরুষ সকলেই শীতল পানীয় গ্রহণ করে স্বস্তির নিঃশ্বাস ফেলেন। অন্যদিকে শোভাযাত্রা যাত্রা শেষে ভক্তদের সঙ্গে ভজনের তালে একসঙ্গে মেতে ওঠেন মুসলিম ভাইয়েরাও। এই মিলন দৃশ্য মিটিয়ে দেয় যে কোনো দূরত্ব,ভেদাভেদ।
মোহাম্মদ আসিফ জানান গত চার-বছর পাঁচ বছর ধরেই তাঁরা এই শোভাযাত্রায় সহযোগী হচ্ছেন। কয়েকদিন আগেই তাঁদের ঈদ উৎসব গেছে। সেখানে হিন্দু ভাইয়েরাও তাঁদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে উৎসবে সামিল হয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন বলেও জানান তিনি।
আসিফ বলেন, “রাম নবমী শোভা যাত্রায় আমরাও শামিল হলাম অন্তর থেকে। পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষে এই মানবতার দৃষ্টান্ত আমরা তুলে ধরতে চাই। সকলেই আমরা একে অপরের জন্য। এটাই আমাদের বার্তা।”
তবে এই সম্প্রীতির শোভাযাত্রা ও মিলন উৎসবেও ছিল কড়া প্রসাশনিক নজরদারি। সমগ্র শোভাযাত্রাটিতেই পুলিশ প্রশাসন সঙ্গে ছিল।





