সংবাদদাতা,আসানসোলঃ- মাত্র পাঁচ সেকেন্ডে ধূলিসাৎ হয়ে গেল ইস্কো স্টিল কারখানার পাঁচটি কুলিং টাওয়ার। এই টাওয়ার গুলো শুধু কারখানারই অংশ ছিল না,আসানসোলের একটি ঐতিহাসিক ল্যান্ডমার্কও ছিল। রবিবার এমনই এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকলেন আসানসোলবাসী।
প্রসঙ্গত ১৯৩৬ সালে নির্মিত হয় ইস্কো স্টিল কারখানা। এই কারখানায় ইস্পাত তৈরির প্রক্রিয়ায় জল ঠান্ডা করতে ব্যবহৃত হত কুলিং টাওয়ার গুলি। ৭২ মিটার উঁচু এবং প্রায় ৪৫ মিটার প্রস্থের এই টাওয়ার গুলো দূর থেকে দৃশ্যমান হওয়ায় আসানসোলের ল্যান্ডমার্কও হিসেবে পরিচিত ছিল। এই টাওয়ার গুলো থেকেই কারখানা বা শহরের অবস্থান বোঝা যেত।
ইস্কো কারখানা সূত্রে জানা গেছে ওই কুলিং টাওয়ার গুলোর বিকল্প হিসেবে হাই-টেক মেশিন এসেছে, যা কম জায়গায় আরও কার্যকর। তাই পুরনো টাওয়ার ভেঙে ফেলা হল। টাওয়ার গুলো ভাঙতে দক্ষিণ আফ্রিকা ও মুম্বাই থেকে দুটি বিশেষজ্ঞ সংস্থাকে নিয়োগ করা হয়েছিল। তাঁরা গত ছ’মাস ধরে টাওয়ারগুলিতে বিস্ফোরক স্থাপনের কাজ করছিলেন এবং কড়া নিরাপত্তার মধ্যে রবিবার এই টাওয়ারগুলিতে বিস্ফোরণ ঘটিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। এই কর্মকাণ্ডের দরুণ আশপাশের এলাকায় কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে ইস্কো কর্তৃপক্ষ।
অন্যদিকে ওই টাওয়ারগুলির জায়গায় নতুন কারখানার স্থাপনের পরিকল্পনা চলছে বলে জানিয়েছেন ইস্কোর জনসংযোগ আধিকারিক ভাস্কর কুমার।





