সংবাদদাতা,আসানসোলঃ– অপহরণের অভিযোগ পেয়েই তৎপরতার সঙ্গে ব্যবসায়ীকে উদ্ধার করল পুলিশ। গ্রেফতার করা হয়েছে অপহরণকারীদের। বাজেয়াপ্ত করা হয়েছে অপহরণের কাজে ব্যবহৃত গাড়িটিও। ঘটনা আসানসোলের সালানপুর থানার কালিপাথর এলাকার।
ঘটনা প্রসঙ্গে জানা যায়, কালিপাথরের বাসিন্দা বছর ৫৩-এর গরু ব্যবসায়ী শামসুল আনসারী এদিন সকালে ব্য়বসার কাজে মিহিজামের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে ঝাড়খণ্ডের একটি এলাকায় তাঁকে অপহরণ করে জনা কয়েক দুষ্কৃতী। এরপরই পুক্তিপণ চেয়ে ফোন যায় ব্যবসায়ীর বাড়িতে। পরিবারের লোকজন সালানপুর থানার পুলিশের দ্বারস্থ হয়। অভিযোগ পেয়েই তৎপরতা শুরু করে সালানপুর থানা ও রূপনারায়নপুর ফাঁড়ির পুলিশ। সময় নষ্ট না করে জামুড়িয়া এলাকায় ব্যাপক অভিযান শুরু করে পুলিশ এবং অল্প সময়ের মধ্যেই অপহরণকারীদের অবস্থান শনাক্ত করতে সক্ষম হন তাঁরা। এরপরই শামসুল আনসারীকে নিরাপদে উদ্ধার করা হয়। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের গ্রেফতার করা হয়।
আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার সন্দীপ কাররা বলেন, “আমরা শামসুল আনসারীকে উদ্ধার করেছি এবং অপহরণকারীদের গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক তদন্তে মনে হচ্ছে, টাকা লেনদেনের কোনো বিরোধের জেরে এই ঘটনা ঘটেছে। বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় একটি অপহরণ মামলা দায়ের করা হচ্ছে।”
পুলিশের এই ভূমিকার প্রংশা করেছেন গ্রামবাসীরা। এক গ্রামবাসী বলেন, “পুলিশের এই তৎপরতায় আমরা খুশি।” আরেকজন বলেন, “এমন পুলিশ থাকলে ভয়ের কিছু নেই।”
অন্যদিকে অপহরণকারীদের ব্যবহৃত জাইলো গাড়িটি পুলিশ ফাঁড়িতে আনা হলে উত্তেজিত জনতা গাড়িতে ভাঙচুর চালায় । যদিও পুলিশ কিছু সময়ের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।





