eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুরে ধাওয়া করে ছিনতাইবাজ ধরল পুলিশ

দুর্গাপুরে ধাওয়া করে ছিনতাইবাজ ধরল পুলিশ

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– দুর্গাপুর শহরের বিভিন্ন এলাকায় মহিলাদের সোনার হার, দুল ছিনতাইয়ের ঘটনার তদন্তে নেমে বড় সড় সাফল্য় পেল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কোকওভেন থানার পুলিশ। গ্রেফতার করা হয়েছে ছিনতাইয়ের সঙ্গে যুক্ত একটি দুষ্কৃতী দলের সদস্যদের।

পুলিশ সূত্রে জানা গেছে গতকাল বিকেলে ডিপিএল কলোনি এলাকায় নম্বরপ্লেট হীন বাইকে দুজন ব্যক্তিকে ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয় পুলিশের। পুলিশ তাদের জেরা করতেই তারা সেখান থেকে পালানোর চেষ্টা করে। ধাওয়া করে দুজনের পিছু নেয় পুলিশ এবং একজনকে ধরে ফেলে, যদিও অন্যজন পালিয়ে যায়।

পুলিশের দাবি ধৃত ব্যক্তি জিজ্ঞাসাবাদে স্বীকার করে নেয় যে, ওই এলাকায় মহিলাদের সোনার হার ছিনতাইয়ের উদ্দেশ্যেই তারা ঘুরছিলেন। এরপরই তাকে জেরা করে ছিনতাই চক্রের আরও একজনের খোঁজ পায় পুলিশ ও রাতেই বোলপুর থেকে তাকে গ্রেফতার করে।

পুলিশ জানিয়েছে ধৃতরা হল লক্ষ্মী সাহানি বয়স প্রায় ৫০ বছর, বোলপুরের বাসিন্দা। এর নামে দুর্গাপুর সাব ডিভিশনের বিভিন্ন থানায় অনেক কেস রয়েছে। অপরজন মনিরুল মিদ্দা বয়স ৪০ বছর, বড়জোড়ার বাসিন্দা। এর নামেও বিভিন্ন থানায় অভিযোগ রয়েছে।

ধৃতদের আজ দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়। পুরো চক্রের হদিশ পেতে পুলিশ ধৃতদের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments