eaibanglai
Homeএই বাংলায়'ফিরে পাওয়া' অনুষ্ঠানে মোবাইল ফোন ও সাইবার জালিয়াতিতে খোয়ানো টাকা ফেরানো হল

‘ফিরে পাওয়া’ অনুষ্ঠানে মোবাইল ফোন ও সাইবার জালিয়াতিতে খোয়ানো টাকা ফেরানো হল

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– লক্ষ্মীবারে ‘ফিরে পাওয়া’ অনুষ্ঠানের মাধ্যমে চুরি যাওয়া বা হারিয়ে যাওয়া ১৫টি মোবাইল ফোন ও সাইবার জালিয়াতিতে খোয়ানো ৪ লক্ষের বেশি টাকা ফিরিয়ে দিল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের নিউ টাউনশিপ থানার পুলিশ। পুলিশের এই উদ্যোগে স্বভাবতই খুশি এলাকাবাসী।

জানা গেছে দুর্গাপুরের নিউ টাউনশিপ থানা এলাকা থেকে কারোর এক বছর, কারোর ছ’মাস আগে মোবাইল চুরি গিয়েছিল বা হারিয়ে গিয়েছিল। আবার অনেকে সাইবার প্রতারণার শিকার হয়ে টাকা খুইয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। সেইসব ঘটনার তদন্তে নেমে সাফল্য পায় নিউ টাউনশিপ থানার পুলিশ। জেলার বিভিন্ন প্রান্ত থেকে ১৫ টি মোবাইল ফোন উদ্ধার করে। একই সাথে সাইবার প্রতারণায় শিকার হওয়া টাকাও উদ্ধার হয়। বৃহস্পতিবার দুপুরে ‘ফিরে পাওয়া’ অনুষ্ঠানের মাধ্যমে সেগুলি প্রাপ্য মালিকদের হাতে তুলে দেওয়া হল।

এদিন এসিপি দুর্গাপুর সুবীর রায় বলেন, “আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ প্রতি মুহূর্তেই মানুষের পাশে আছে। আমরা মাঝে মাঝেই ফিরে পাওয়া অনুষ্ঠান করে থাকি। এই অনুষ্ঠানের মাধ্যমে চুরি যাওয়া জিনিসপত্র উদ্ধার করে মালিকদের হাতে ফিরিয়ে দিই। একজনের মোবাইলের তথ্য চুরি করে সাইবার প্রতারণা করা হয়েছিল। একজনকে চেক দেওয়ার নাম করে প্রতারণা করা হয়েছিল। এছাড়াও নানানভাবে প্রতারণার শিকার হয়েছিলেন বেশ কয়েকজন। তাদের টাকা ফিরিয়ে দেওয়া হলো।”

এদিনের অনুষ্ঠানে এসিপি দুর্গাপুর সুবীর রায় ছাড়াও উপস্থিত ছিলেন সিআইএ রণবীর বাগ, নিউ টাউনশিপ থানার ভারপ্রাপ্ত আধিকারিক নাসরিন সুলতানা সহ অন্যান্য পুলিশ আধিকারিক গণ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments