নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- সম্প্রতি প্রয়াত হয়েছেন বিশিষ্ট সঙ্গীতজ্ঞ পণ্ডিত দিলীপ দাস। যিনি ছিলেন একাধারে সঙ্গীতশিল্পী, সুরকার, গীতিকার এবং অসামান্য সংগীত শিক্ষক। তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হলো বিপিন চন্দ্র পাল প্রেক্ষাগৃহে ১২ই এপ্রিল সন্ধ্যায়, উদ্যোগ ছিল স্থানীয় ‘সুর ও রাগিনী সঙ্গীত শিক্ষাকেন্দ্র’র, সহযোগী ছিল প্রেরণা ইন্সটিটিউট অফ কালচার।
বিনম্র ভাবগম্ভীর পরিবেশে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন -স্বনামধন্য সরোদ শিল্পী পন্ডিত পার্থসারথী চৌধুরী, বিদূষী মন্দিরা লাহিড়ী (কন্ঠ), জ্যোৎস্না চট্টোপাধ্যায় (কন্ঠ), সৌমিত্রজিৎ চট্টোপাধ্যায় (তবলা) প্রমুখ এবং সুর ও রাগিনীর উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থীরা। বিশিষ্ট সঙ্গীত শিল্পী বুদ্ধদেব সেনগুপ্ত, তবলা শিল্পী দিলীপ মুখোপাধ্যায়, নৃত্যশিল্পী নির্মল নাগ সহ বেশ কয়েকজন সঙ্গীত ব্যক্তিত্বকে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন বরুন রায়। প্রেক্ষাগৃহ ছিল প্রায় পরিপূর্ণ।





