নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- ভারত কলা কেন্দ্রের উদ্যোগ দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহের রামকিঙ্কর বেজের নামাঙ্কিত আর্ট গ্যালারিতে শুরু হয়েছে তিন দিনব্যাপী চিত্র প্রদর্শনী। গতকাল সোমবার অনুষ্ঠানের শুভ সূচনা হল।
বেশ কিছুদিন আগে রানীগঞ্জে হয়ে যাওয়া একটি চিত্রকলা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী চিত্র শিল্পীদের চিত্রগুলি এই প্রদর্শনীতে তুলে ধরা হয়েছে। এছাড়াও দুর্গাপুর সহ আশেপাশের বিভিন্ন চিত্র শিল্পীদের চিত্র কলাও এই প্রদর্শনীতে স্থান পেয়েছে। এদিন চিত্র শিল্পীরা সকলে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন। তাঁদের সকলের হাতে স্মারক প্রদান করে সম্মানিত করা হয় ভারত কলা কেন্দ্রের উদ্যোগে।
ভারত কলা কেন্দ্রের সম্পাদক সৌরভ চ্যাটার্জী দুর্গাপুরের সকল শিল্প ও কলা প্রেমী মানুষজনকে এই প্রদর্শনীতে আহ্বান জানান।




