সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- রানিগঞ্জে জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে পড়ল একটি যাত্রী বোঝাই বাস। দুর্ঘটনায় বাসের চালক সহ সাত জন যাত্রী আহত হন। দুর্ঘটনাটি ঘটে সোমবার সকালে রানিগঞ্জ থানার পাঞ্জাবি মোড়ের কাছে চুনাভাট্টি এলাকায়।
ঘটনা সূত্রে জানা যায়, এদিন সংবিধান রচয়িতা বাবাসাহেব ডঃ ভীমরাও আম্বেদকরের জন্মজয়ন্তী উপলক্ষে ইসিএলের শাঁকতোড়িয়া এরিয়ায় একটি অনুষ্ঠান আয়োজন করা হয়েছিলো। সেই অনুষ্ঠান উপলক্ষ্যে একটি র্যালিতে যোগ দিতে এদিন সকালে ইসিএলের একটি বাসে করে জামুড়িয়ার চিচুড়িয়া থেকে কয়েকজন রওনা দেন। বাসটিতে শিশু ও মহিলারাও ছিলেন। পথে পাঞ্জাবি মোড়ের কাছে চুনভাট্টি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি একটি ডাম্পারের পেছনে ধাক্কা মারে। এই দুর্ঘটনায় চারজন শিশু ও দুই মহিলা আহত হন। জখম হন বাসের চালকও ।
দুর্ঘটনার খবর পেয়ে রানিগঞ্জ থানা ও রানিগঞ্জ ট্রাফিক গার্ড পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় ও আহতদের দ্রুত উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়। জানা গেছে দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন বাসের চালক সহ আরও একজন যাত্রী। তাদের রানিগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
অন্যদিকে এদিনের দুর্ঘটনার জেরে জাতীয় সড়কে সাময়িক যান চলাচল ব্যাহত হয়।





