নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- বর্তমানে দেশের ক্রীড়া মানচিত্রে দুর্গাপুর শিল্পাঞ্চল এক উল্লেখযোগ্য জায়গা করে নিয়েছে। শিল্পাঞ্চল দুর্গাপুর থেকে বিভিন্ন রাজ্য ও জাতীয় স্তরের খেলায় দুর্গাপুরের ক্রীড়াবিদরা নিজেদের সাফল্যের ছাপ ফেলেছে ইতিমধ্যেই। সেই ধারাকে অব্যাহত রাখার উদ্দেশ্য নিয়ে ‘বি-জোন ক্লাব সমন্বয়’এর উদ্যোগে আজ নববর্ষের পুণ্য লগ্নে তিন দিনব্যাপী ‘দুর্গাপুর ফুটবল প্রিমিয়ার লিগ’-এর আয়োজন করা হয়েছে।

দুর্গাপুর ইস্পাত নগরীর বি-জোন স্থিত তিলক রোড ময়দানে আজ বৈকাল সাড়ে তিনটের সময় এই প্রিমিয়ার লিগ খেলার শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এই খেলাকে কেন্দ্র করে ইস্পাত নগরীর সকল ক্রীড়াপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে বিপুল উদ্দীপনা। এবারের এই দুর্গাপুর ফুটবল প্রিমিয়ার লিগের সেমিফাইনাল ও ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হবে রাত্রিবেলায়। তাই পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হয়েছে গোটা মাঠ জুড়ে।

‘দুর্গাপুর ফুটবল প্রিমিয়ার লিগ’কে কেন্দ্র করে এখন দুর্গাপুর ইস্পাত নগরীর বি-জোন তিলক রোড ময়দান এলাকায় সাজো সাজো রব।





