eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুরে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপন

দুর্গাপুরে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপন

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– বৈশাখের প্রথম দিন অর্থাৎ বাঙালির চিরাচরিত নববর্ষের দিনটিকে ২০২৩ সালে ‘পশ্চিমবঙ্গ দিবস’ হিসেবে ঘোষণা করেছে রাজ্য সরকার। সেই মতো আজ নববর্ষের দিনে রাজ্য জুড়ে বিভিন্ন প্রান্তে ‘পশ্চিমবঙ্গ দিবস’উদযাপন করা হচ্ছে। দুর্গাপুরেও পালিত হল বিশেষ দিনটি। দুর্গাপুরের ২৩নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর দেবব্রত সাঁই এর উদ্যোগে দুস্থ শিশুদের নিয়ে এদিন এই বিশেষ দিনটি উদযাপন করা হয়। অনুষ্ঠান শেষে চলে মিষ্টি বিতরণ।

এদিনের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার। এছাড়াও ছিলেন তিন নম্বর ব্লক তৃণমূলের সভাপতি ভীম সেন মন্ডল সহ বিশিষ্ট জনেরা।

এদিন মন্ত্রী বলেন, “ধর্ম,বর্ণ নির্বিশেষে আজকের পশ্চিমবঙ্গ দিবস উদযাপন হচ্ছে। সারা রাজ্যের প্রতিটি প্রান্তেই পরম উচ্ছ্বাস দেখা যাচ্ছে সকলের মধ্যে। দুর্গাপুরের ২৩নম্বর ওয়ার্ডের অনুষ্ঠানেও আবাল বৃদ্ধ বণিতা সকলেই একত্রিত হয়েছেন।”

প্রসঙ্গত, ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে বৈশাখের প্রথম দিনটিকে ‘পশ্চিমবঙ্গ দিবস’ হিসেবে ঘোষণা করেছিল রাজ্য সরকার। উদ্যোগী হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সরকারি ছুটি হলেও রাজ্য জুড়ে সরকারি স্তরে পালিত হচ্ছে পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠান।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments