শুভ্রাচল চৌধুরী, বাঁকুড়া:- মঙ্গলবার বিশ্ব শিল্পকলা দিবসের উদযাপন অনুষ্ঠান হয়ে গেল বাঁকুড়ায় রামকিঙ্কর স্মৃতি বিজড়িত বঙ্গ বিদ্যালয়ে। অনুষ্ঠানে বাঁকুড়ার ছয় জন বরিষ্ঠ শিল্পীকে সম্বর্ধনা ও আর্ট সংক্রান্ত আলোচনা দিয়ে শেষ হয় প্রথম পর্বের অনুষ্ঠান । শিল্পীদের আর্ট ওয়ার্কশপ সহ সমাজের বিশিষ্ট মানুষেরা প্রত্যেকেই ছবি আঁকেন। শিশু কিশোর কিশোরীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। ধ্রুপদী ও ফিউশন নৃত্য সহ সংগীত, একাঙ্ক নাটক ও লায়ন্স ক্লাব অফ বাঁকুড়ার তরফ থেকে ছিল ফ্রি মেডিক্যাল চেক আপ ক্যাম্প।
বাঁকুড়া তথা বাংলার বিশিষ্ট চিত্রশিল্পী শ্রীমহাদেব বলেন, “সমাজের প্রত্যেকের কাছে শিল্পকে পৌঁছে দেওয়াই এই বিশ্ব শিল্পকলা দিবস উদযাপনের উদ্দেশ্য, আমরা এক্ষেত্রে প্রত্যেকবারের মতো সফল। অনুষ্ঠানে প্রায় চারশোর বেশি বিশিষ্ট লোকের জনসমাগম আমাদের উৎসাহিত করেছে। তাঁরা ছবি এঁকেছেন এবং নববর্ষের আনন্দ অনুষ্ঠানে অংশ গ্রহণ করেছেন এটা বাঁকুড়ার সংস্কৃতি চর্চার একটি উল্লেখযোগ্য দিক।”





