নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- নববর্ষের উপহার! বিদেশী মদের বোতলে ছাপা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত ‘দুই পাখি’ কবিতার লাইন। যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। বোতল থেকে কবিতার পঙক্তি মুছে ফেলার দাবি জানিয়েছে বাংলার অধিকার নিয়ে কাজ করা সংগঠন “বাংলা পক্ষ”।
বাংলা ভাষা নিয়ে নানা স্তরে আন্দোলন করা অন্যতম সংগঠন ” বাংলা পক্ষ” র পশ্চিম বর্ধমান জেলা সম্পাদক অক্ষয় বন্দোপাধ্যায় এভাবে বিশ্বকবির কবিতার লাইন মদের বোতলে ব্যবহার করা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, “আমরা মনে করি ও দাবি করি বাংলায় প্রতিটি দেয়াল, দোকান এবং গাড়িতে বাংলা ভাষার ব্যবহার বাধ্যতামূলক হওয়া উচিত। কিন্তু এর মানে এই নয় যে মদের কোম্পানিগুলি বাংলা ও বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্যের অপব্যবহার করবে। কবি ও তাঁর সৃষ্টি কবিতার লাইনকে এই ভাবে ব্যবহার করবে?” তিনি ওই মদ প্রস্তুতকারী কোম্পানিকে সতর্ক করে বলেন, “বোতল থেকে কবিতার পঙক্তি সরাতে হবে। নাহলে “বাংলা পক্ষ” রাস্তায় নেমে প্রতিবাদ করবে। প্রয়োজন হলে কোম্পানির সদর দপ্তরে গিয়ে বিক্ষোভ দেখানো ও ডেপুটেশন দেওয়া হবে।”
প্রসঙ্গত প্রসঙ্গতঃ, বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি মর্মস্পর্শী কবিতা হলো “দুই পাখি’। যেখানে দুটি পাখির (একটি খাঁচায় বন্দী এবং অপরটি জঙ্গলে মুক্ত) গল্প বা কথোপকথনের মাধ্য়ে দিয়ে জীবেনর বন্দীদশা ও মুক্ত হওয়া নিয়ে গভীর দর্শন তুলে ধরেছেন কবি। আর সেই কবিতার পঙক্তি বা লাইন মদের বোতলে তুলে ধরা নিয়ে অনেকে অবশ্যে খুশিও প্রকাশ করেছেন। কারো কারো মতে বাঙালি সংস্কৃতিকে দেওয়া একটি অনন্য উপহার। তবে বেশীরভাগ মানুষই কবির এই গুরুগম্ভীর জীবন দর্শনের কথা এভাবে মদের বোতলে লেখা নিয়ে প্রশ্ন তুলেছেন।
এবিষয়ে বিতর্কিত ওই বিদেশী মদের কোম্পানির কোন প্রতিক্রিয়া পাওয়া যায় নি। তবে কি এই ভাবনা কোম্পানির বিপণনের নতুন কৌশল? নাকি এই পদক্ষেপ বাংলার সাহিত্য ও সংস্কৃতির ব্যাপারে অজ্ঞতা ও অসংবেদনশীলতাই তুলে ধরেছে? প্রশ্ন উঠেছে বাঙালির নানা মহলে।





