eaibanglai
Homeএই বাংলায়নবনির্মিত নিকাশি নালা ভেসে গেল নালার জলে, বিক্ষোভ গ্রামবাসীদের

নবনির্মিত নিকাশি নালা ভেসে গেল নালার জলে, বিক্ষোভ গ্রামবাসীদের

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– নবনির্মিত নিকাশি নালা ভেসে গেল নালার জলে। ঘটনা কাঁকসার মলানদিঘী গ্রাম পঞ্চায়েতের বিষ্ণুপুর গ্রামের। প্রতিবাদে ঠিকাদারের স্বামীকে ঘিরে বিক্ষোভ দেখাল গ্রামবাসী। ক্ষোভের মুখে পড়ে কাজ বন্ধ করে পালালেন ঠিকাদারের স্বামী। গ্রামবাসীদের পাশে দাঁড়িয়ে বিষয়টি নিয়ে সোচ্চার হয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্বও।

জানা গেছে, সম্প্রতি মলানদিঘী গ্রাম পঞ্চায়েতের আর্থানুকূল্যে বিষ্ণুপুর গ্রামের ঘোষ পুকুর পাড়ে একটি ড্রেন বা নিকাশি নালা নির্মাণের কাজ সম্পন্ন হয়। ওই কাজ করেন মলানদিঘী গ্রাম পঞ্চায়েতের ঠিকাদার মিনা চট্টরাজের ঠিকা সংস্থা। দায়িত্বে ছিলেন স্বামী অশোক চট্টরাজ। ব্যয় হয়েছে প্রায় ১লক্ষ৭০হাজার টাকা। দিন তিনেক আগে কাজ শেষ হয়। সেই সন্ধ্যায় হালকা বৃষ্টিও হয়। আর তাতেই নবনির্মিত ড্রেন ভেসে যায় ওই ড্রেনের জলেই। বুধবার সকালে ওই ঠিকাদার ভেঙ্গে যাওয়ার ড্রেনের কাজ করতে এলে স্থানীয়রা ঠিকাদারকে ঘিরে ধরে ক্ষোভে ফেটে পড়েন।

গ্রামবাসীদের অভিযোগ, নিম্নমানের সামগ্রী দিয়ে নিকাশি নালাটি তৈরি করা হয়েছে। পলেস্তরাও ছেড়ে গেছে। সিমেন্টের সাথে মাটি মেশানো হয়েছে, সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে। যার জেরে হাল্কা বৃষ্টিতেই নালায় জল জমে তা ভেসে যায় ও নালা ভেঙে যায়। ঠিকাদারের গাফিলতিতেই এই অবস্থা বলে দাবি গ্রামবাসীদের।

যদিও ঠিকাদারের স্বামী অশোক চট্টরাজের দাবি,”সিমেন্টের সাথে মাটি মেশানো হয়নি। কোন কারণবশত পাশের মাটি ঢুকে যেতে পারে। নিম্নমানের সামগ্রীও ব্যবহার করা হয়নি। বৃষ্টি হওয়ায় ড্রেনের কিছুটা অংশ ভেঙে গেছে।”

অন্যদিকে বিষয়টি নিয়ে সোচ্চার হয়েছেন বর্ধমান সাংগঠনিক জেলা বিজেপি কিষান মোর্চার সাধারণ সম্পাদক ভগিরথ ঘোষ। ঠিকাদারকে হুঁশিয়ারি দিয়ে এদিন তিনি বলেন,”কেন এই কাজে মাটি ব্যবহার করা হলো তার জবাব দিতে হবে। নিম্নমানের সামগ্রী কেন ব্যবহার করা হয়েছে তারও উত্তর দিতে হবে। যতক্ষণ না পর্যন্ত পঞ্চায়েতের ইঞ্জিনিয়ার আসছেন ততক্ষণ পর্যন্ত কাজ করতে দেওয়া হবে না।”

যদিও বিষয়টি খতিয়ে দেখে কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পঞ্চায়েত সমিতির সভাপতি ভবানী ভট্টাচার্য। তিনি জানিয়েছেন, জনগণের টাকাতে এই কাজ হচ্ছে। নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করলে তা বরদাস্ত করা হবে না।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments