eaibanglai
Homeএই বাংলায়ন্যাশনাল হেরাল্ড মামলায় গান্ধী পরিবারকে হেনস্থার অভিযোগে কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচি

ন্যাশনাল হেরাল্ড মামলায় গান্ধী পরিবারকে হেনস্থার অভিযোগে কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচি

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- ন্যাশনাল হেরাল্ডের ৭০০ কোটি টাকার সম্পত্তি অন্যায়ভাবে বাজেয়াপ্ত করা ও সোনিয়া গান্ধী -রাহুল গান্ধীর নামে মিথ্যা মামলায় চার্জশিট দেওয়ার অভিযোগ তুলে পথে নেমে আন্দোলনে সরব হল দুর্গাপুরের কংগ্রেস নেতী কর্মীরা।

বুধবার পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তীর নেতৃত্বে ও সর্বভারতীয় কংগ্রেস কমিটির মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত নেতা আনন্দ মাধবজীর উপস্থিতিতে দুর্গাপুরের প্রান্তিকা বাসস্ট্যান্ডের সামনে বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করা হয়। যেখানে কংগ্রেস কর্মীরা বিক্ষোভ প্রদর্শনের সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুত্তলিকা দাহ করেন।

এই বিক্ষোভ কর্মসূচিতে অন‍্যান‍্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রবীণ নেতা সুদেব রায়, তপন সিনহা, জেলা মহিলা সভানেত্রী মেঘনা মান্না, জেলা যুব কংগ্রেস সভাপতি সৌভিক মুখার্জী, জেলা সাধারণ সম্পাদক পামলু মজুমদার, জেলা সোশাল মিডিয়া সেলের চেয়ারম্যান সুদর্শন চক্রবর্তী সহ জেলা ও ব্লকের সমস্ত স্তরের দলের নেতৃত্ব ও কর্মীরা।

এদিনের কর্মসূচিতে কংগ্রেস নেতৃত্বের তরফে অভিযোগ করা হয় কেন্দ্রের মোদি সরকার প্রতিহিংসা মূলক রাজনীতি চরিতার্থ করতেই ন্যাশনাল হেরাল্ড মামলায় সোনিয়া গান্ধী -রাহুল গান্ধীকে হেনস্থা করার চেষ্টা করা হচ্ছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments