eaibanglai
Homeএই বাংলায়ওয়াকফ: সুপ্রীম রায়কে স্বাগত ল বোর্ডের

ওয়াকফ: সুপ্রীম রায়কে স্বাগত ল বোর্ডের

সংবাদদাতা, কালনা:- মুসলিম পার্সোনাল ল বোর্ডের পূর্বস্থলী ১ নম্বর ব্লক শাখা কমিটির ডাকে ওয়াকফ আইন বাতিলের দাবিতে সমুদ্রগড় স্টেশন সংলগ্ন ডায়মন্ড ক্লাব ও অঞ্জুমান ক্লাব ময়দানে বৃহস্পতিবার বিকেলে এক প্রতিবাদ সভায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে তীব্র আক্রমণ করলেন বোর্ডের সদস্য মাওলানা কামরুজ্জামান। তিনি বলেন, “রাজ্যের বিরোধী দলনেতা যখন কোথাও যায়, তাকে পুলিশ ধরে রাখতে পারেনা, আইন অমান্য করে। বাঙ্গালী মুসলমান ভাইদের দেখে জেহাদী বলে, পাকিস্তানি বলে। আমরা মনে করি একজন রাজ্যের বিরোধী দলনেতা হিসাবে তার এই আইনকে হাতে তুলে নেওয়া হুমকি, মুসলমানদের মারার হুমকি, জেলে ভরা হুমকি, মুসলমানদের পাকিস্থানে পাঠিয়ে দেওয়ার হুমকি। এটা হচ্ছে চূড়ান্ত দেশদ্রোহিতামূলক বক্তব্য। শুভেন্দু অধিকারীকে কেন ছেড়ে দেয়া হচ্ছে?” তার প্রশ্ন, “পুলিশ কেন চুড়ি হাতে নিয়ে থাকে? যখন শুভেন্দু অধিকারী হুমকি দেয় পুলিশ কেন দুর্বল হয়ে যায়? আমরা জিজ্ঞাসা করতে চাই – শুভেন্দু অধিকারীর জন্য কি এক রকম আইন আর কামরূজামানের জন্য কি আর এক রকম আইন এই দেশে?” পুলিশকে কটাক্ষ করে মাওলানার আরো বক্তব্য, “যারা দেশের শাসন মানে সম্প্রীতির কথা বলে, যারা হিন্দু মুসলিম ভাই ভাই বলে তোমরা তাদের চোখ রাঙাবে, আর যারা বিচার ব্যবস্থাকে বুড়ো আঙ্গুল দেখায়, যারা পুলিশকে কথায় কথায় হুমকি দেখায়, রাজ্যের সম্প্রীতি ঐতিহ্য নষ্ট করতে চায়, তোমরা তাদের পায়ে ধরো ম্যাও ম্যাও কর। এটা আমরা অন্তত বরদাস্ত করার জন্য তৈরি নেই।”

এদিকে, বৃহষ্পতিবার সুপ্রীম কোর্টের তরফে এক ঘোষণাতে বলা হয় – ইতিমধ্যেই ঘোষিত ওয়াকফ সম্পত্তিতে কোন বদল নয়। আপাতত বোর্ডের নিয়োগ ও নয়। এ প্রসঙ্গে বলতে গিয়ে মাওলানা বলেন, “সুপ্রিম কোর্টের যেটা অবজারভেশন এটা তারা সঠিক উপলব্ধি করেছেন। এটা ন্যায় সঙ্গত। এতদিন আমরা সমাবেশ করে এটাই বলছিলাম আর সেটাই সুপ্রিম কোর্ট বলেছে। সুপ্রিম কোর্টের রায় আমরা অত্যন্ত আনন্দিত। আমরা আশার আলো দেখছি।”

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments