eaibanglai
Homeএই বাংলায়তৃণমূল নেতাদের কাছ থেকে ঘাড় ধরে টাকা আদায়ের নিদান!

তৃণমূল নেতাদের কাছ থেকে ঘাড় ধরে টাকা আদায়ের নিদান!

সংবাদদাতা,বাঁকুড়াঃ- তৃণমূল নেতাদের কাছ থেকে ঘাড় ধরে টাকা আদায়ের নিদান দিলেন বাঁকুড়ার ওন্দা বিধানসভার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। শুক্রবার এসএসসি দুর্নীতি এবং হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদে বাঁকুড়ার ওন্দায় র‍্যালি ও পথসভার আয়োজন করেছিল বিজেপি। আর সেই পথসভা থেকেই বিজেপি বিধায়কের মুখে শোনা যায় এই নিদান।

এদিন বিজেপি বিধায়ককে পথসভা থেকে বলতে শোনা যায়, “ওন্দা ব্লকে চাকরি দেওয়ার নামে যেসব তৃণমূল নেতা কোটি কোটি টাকা তুলেছেন, তাদের ঘাড়ে ধরে টাকা আদায় করাবো। যারা টাকা দিয়েছেন, তারা আদায় করতে শুরু করুন, বিজেপি আপনাদের পাশে আছে।” পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একই সুরে তিনি বলেন, “আমাদের এখানে এমনও আছে একই পরিবারের চারজন চাকরির জন্য ৩০লাখ করে ১কোটি ২০ লক্ষ টাকা দিয়ে চাকরি পেয়েছে। এখন সবাই চাকরিহারা। আমরা এইসব তালিকা তৈরি করে সোশ্যাল মিডিয়া ও খবরে কাজগে দিয়ে দেব। তার পরই টাকা চেয়ে অভিযান হবে। এইসব নেতাদের সাথে টাকা আদায়ের জন্য যেরকম ব্যবহার করা দরকার সেটাই করা হবে।”

অন্যদিকে বিজেপি বিধায়কের এই মন্তব্যের কড়া প্রতিক্রিয়া দিয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তাঁদের মতে, এলাকায় ওনার কোনো প্রভাব নেই, সেটা ঢাকা দিতেই উনি ভুলভাল বকছেন। বিজেপি বিধায়ক যদি প্রমাণ করতে পারেন তার পা ধরে ক্ষমা চাওয়া হবে। আর না হলে তাকে এলাকায় মালা পরিয়ে ঘোড়ানো হবে। আগামী বিধানসভা নির্বাচনে প্রমাণ হয়ে যাবে ওন্দা বিধানসভা এলাকায় বিজেপি বিধায়কের কোনো প্রভাব নেই।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments